ইন্সটাগ্রামে রোনালদোর নতুন রেকর্ড
ক্রিস্টিয়ানো রোনালদো ইউরোপের ফুটবল ছেড়েছেন গত বছর। ফর্মও নেই আগের মতো। ৩৮ বছর বয়সে নিজের মতো করে খেলাটাকে উপভোগ করে যাচ্ছেন সিআরসেভেন।
সৌদি প্রো লিগের দল আল-নাসেরে অংশ নিয়ে বদলে দিয়েছেন দেশটির ফুটবলের চিত্র। মাঠের সবুজ ঘাসে ফর্ম যেমনই হোক, মাঠের বাইরের রঙিন দুনিয়ায় রোনালদো অনন্য। ফেসবুক কিংবা ইন্সটাগ্রাম—তার অনুসারীর সংখ্যা সবখানে সবচেয়ে বেশি।
ফুটবল মাঠে রেকর্ডের পর রেকর্ড করা পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো এবার গড়লেন অন্য এক রেকর্ড।মেটাভার্সের আরেক প্ল্যাটফর্ম ইন্সটাগ্রামে তার ফলোয়ার সংখ্যা এখন ৬০০ মিলিয়ন। এমনটিই জানিয়েছে গোল ডটকম।
আজ শুক্রবার (১১ আগস্ট) গোলে প্রকাশিত প্রতিবেদন অনুসারে জানা যায়, ইন্সটাগ্রামে প্রথম ব্যক্তি ও একইসঙ্গে প্রথম ক্রীড়াবিদ হিসেবে ৬০০ মিলিয়ন ফলোয়ারের মাইলফলক স্পর্শ করেছেন রোনালদো। আগে থেকেই সবার ওপরে ছিলেন তিনি। এখন পর্যন্ত ৫০০ মিলিয়নও পার হতে পারেনি আর কেউ।
দ্বিতীয় স্থানে থাকা লিওনেল মেসির ইন্সটাগ্রাম অনুসারীর সংখ্যা ৪৮২ মিলিয়ন। এরপরে যিনি আছেন, তিনি কোনো ক্রীড়াবিদ নন। তিনি আমেরিকান সমাজকর্মী কাইলি জেনার। তার অনুসারীর সংখ্যা ৩৯৮ মিলিয়ন।
ফুটবলারদের মধ্যে নেইমারের ২১২ মিলিয়ন এবং কিলিয়ান এমবাপ্পের অনুসারীর সংখ্যা ১০৭ মিলিয়ন।