আলোচনায় থেকেও কেন এশিয়া কাপের দলে নেই সৌম্য?
একটা সময় ছিলেন জাতীয় দলের নিয়মিত মুখ। তবে একের পর এক সুযোগ পেয়েও নিজেকে প্রমাণে ব্যর্থ হওয়ায় দল থেকে নির্বাসিত হন ওপেনার সৌম্য সরকার। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রত্যাবর্তনের পর ফের সৌম্যর দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু দলে সুযোগ না দিয়ে সেই সম্ভাবনা উড়িয়ে দিল বাংলাদেশ দলের নির্বাচকরা।
গতকাল শনিবার (১২ আগস্ট) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। গুঞ্জন ছিল হাথুরুসিংহের পছন্দের শিষ্য হওয়ায় পাশাপাশি ইমার্জিং এশিয়া কাপের পারফরম্যান্সের কারণে দলে টিকে যেতে পারেন সৌম্য। তবে শেষমেশ অবশ্য তা হয়নি। বাঁহাতি এই ব্যাটারকে মূল দলের পাশাপাশি স্ট্যান্ডবাই দলেও রাখা হয়নি।
ইমার্জিং এশিয়া কাপে কঠিন প্রতিপক্ষ ভারতের বিপক্ষে ব্যাট হাতে ৫ রানে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য। এ ছাড়া আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে যথাক্রমে ৪৮ ও ৪২ রান করেন বাঁহাতি এই ব্যাটার। বল হাতে শিকার করেন ৬ উইকেট। মূলত এমন পারফরম্যান্সের পরই তার দলে সুযোগ পাওয়া নিয়ে আলোচনা হচ্ছিল।
সৌম্যর দলে সুযোগ না পাওয়া প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক নান্নু বলেন,‘সৌম্য সরকারের আন্তর্জাতিক ক্রিকেটে যথেষ্ট অভিজ্ঞতা আছে। ইমার্জিং কাপে আমরা দেখেছিলাম, কারণ ঘরোয়া ক্রিকেটটা তার যথেষ্ট খারাপ গিয়েছে। এ জন্য ফিরে আসতে পারে কি না। কিন্তু এশিয়া কাপে ওকে নিয়ে কোনো আলোচনাই করিনি।’
সৌম্য ওয়ানডে ফরম্যাটে জাতীয় দলের জার্সিতে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২১ সালে। আর জাতীয় দলের জার্সিতে সর্বশেষ অর্ধশতক হাঁকিয়েছেন আরও ৪ বছর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বেশ লম্বা সময় ধরে দলে নেই এই ২৪ বছর বয়সী ক্রিকেটার।