ফের বার্সেলোনায় ফিরছেন নেইমার?
ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় ফিরতে পারেন ব্রাজিলের তারকা নেইমার। গত কয়েকদিন ধরেই এমন গুঞ্জন দলবদলের বাজারে। যদিও এই বিষয়ে এখনও নিশ্চিত করে কিছুই জানায়নি পিএসজি। তবে শোনা যাচ্ছে, নতুন মৌসুমে নতুন ফুটবলারদের নিয়ে পরিকল্পনা সাজানোর কথা ভাবছে ক্লাবটি।
শনিবার (১২ আগস্ট) স্প্যানিশ সংবাদমাধ্যম গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, চলতি মৌসুমে পিএসজিতেই চালিয়ে যাবেন নেইমার। প্যারিসের ক্লাবটির সঙ্গে তার চুক্তি ২০২৫ সাল পর্যন্ত। তবে এ মৌসুমেও তাকে ছাড়ার পরিকল্পনা রয়েছে ক্লাবটির। যদি ভালো কোনো প্রস্তাব পায় তাহলে তাকে ছেড়ে দিতে আপত্তি নেই পিএসজির।
এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দিপোর্তিভো জানায়, নেইমারকে ফেরানোর প্রস্তাব আগেই পেয়েছিল বার্সা। তখন কোচ জাভি হার্নান্দেজের নেতৃত্বে থাকা বার্সার টেকনিক্যাল স্টাফরা এই ব্রাজিলিয়ানকে ফিরিয়ে আনার বিপক্ষে ছিলেন।
নেইমারের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই বার্সা কোচ জাভি ও তার সহযোগীদের। জাভি নিজেও একটা সময় নেইমারের সতীর্থ ছিলেন। মাঠের তার দক্ষতা সম্পর্কে ভালোই জানা আছে তার। এরমধ্যে বড় একটি বিষয় নির্ভর করবে নিজের বেতন কমাতে চান কি না নেইমার। আর কমালেও সেটা কী পরিমাণ? একইসঙ্গে নেইমারের পেশাদারিত্বে কতটুকু আস্থা আছে জাভির।
নেইমার অবশ্য তার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে মুছে দিয়েছেন যে, তিনি একজন পিএসজি খেলোয়াড়। যে কারণে গুঞ্জন আরও জোরালো হয়েছে। সামাজিকমাধ্যমগুলোতে খুব সক্রিয় থাকা একজন খেলোয়াড়ের জন্য বিষয়টি বেশ অদ্ভুতই। ২০১৩ সালে পাঁচ কোটি ৭০ লাখ ইউরোতে সান্তোস থেকে বার্সায় যোগ দেন নেইমার। প্রায় চার বছর ক্লাবটির হয়ে খেলার পর ২০১৭ সালে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরোতে পিএসজিতে পাড়ি জমান এই তারকা ফুটবলার।