ক্রিকেটারদের অনুশীলনে সাংবাদিকদের প্রবেশে মানা
আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে মাঠের প্রস্তুতি শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে চলছে কঠোর অনুশীলন। এবার লোকচক্ষুর আড়ালে যাতে শিষ্যদের অনুশীলন করাতে পারেন হাথুরুসিংহে, সে কারণে অনুশীলনের সময় স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বিসিবি।
গতকাল শনিবার (১২ আগস্ট) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিসিবি। ওই বিবৃতিতে বলা হয় আগামী কয়েকদিন ক্লোজডোর অনুশীলন করবেন ক্রিকেটাররা। যার ফলে এই সময় সাংবাদিকদের চলাচল সীমিত করা হয়েছে।
সাধারণত অনুশীলনের পুরোটা সময়জুড়ে লাইভের পাশাপাশি ভিডিও ধারণ করে থাকেন সাংবাদিকরা। যা মাঝে মধ্যে ক্রিকেটারদের জন্য অস্বস্তির কারণও হয়ে দাঁড়ায়। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় আসর। তাই তার আগে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়ে এগুচ্ছেন হাথুরু। ধারণা করা হচ্ছে, হয়তো নতুন কোনো কৌশল শেখাবেন যা প্রতিপক্ষকে বিস্মিত করবে। শুধু বাংলাদেশ নয় বেশিরভাগ দেশই ক্রিকেটারদের স্বার্থে অনুশীলনে এমন গোপনীয়তা বজায় রাখে।
সব দলই প্রতিপক্ষ সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা বা ধারণা নিয়ে মাঠে নামে। সেভাবেই তারা মাঠের পরিকল্পনা সাজায়। হাথুরুসিংহে চাইছেন যে তার শিষ্যদের নিয়ে প্রতিপক্ষের যে পূর্বানুমান তা যেন মাঠে ভুল প্রমাণ হয়। সে জন্য নতুন নতুন কৌশল শেখাচ্ছেন ক্রিকেটারদের। কিন্তু সেসব যদি আগেই জানাজানি হয়ে যায় তাহলে তো বড় ক্ষতি। তাই এমন রুদ্ধদ্বার অনুশীলন।