পিএসজির মূল স্কোয়াডে ফিরলেন এমবাপ্পে
কিলিয়ান এমবাপ্পের সঙ্গে পিএসজির সম্পর্কের পাথর গলতে শুরু করেছে একটু একটু করে। ক’দিন আগেও ক্লাবকে নিয়ে সমানে নেতিবাচক মন্তব্য করা এমবাপ্পে সম্প্রতি ইতিবাচক কথা বলেছেন দলকে নিয়ে। কোচ লুইস এনরিকেও তাকে ‘বম্ব স্কোয়াড’ থেকে দলের মূল স্কোয়াডে নিয়ে এসেছেন। ফিরিয়ে আনা হয়েছে অনুশীলনেও। তুলুজের বিপক্ষে আগামী সপ্তাহের ম্যাচকে সামনে রেখে আজ রোববার (১৩ আগস্ট) তাকে এই অনুশীলনে ফিরিয়ে আনা হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।
গতকাল শনিবার লিগের প্রথম ম্যাচে লরাঁর মুখোমুখি হয় পিএসজি। ম্যাচটি গ্যালারিতে বসে দেখেছেন এমবাপ্পে। গোলশূন্য ড্র হওয়া ম্যাচ শেষে ক্লাবকে নিয়ে ইতিবাচক আলোচনা করেছেন ফরাসি অধিনায়ক। সম্প্রতি চলতি মৌসুমে পিএসজিতে থেকে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন এমবাপ্পে।
ধারণা করা হচ্ছে, এসব কারণে তাকে বম্ব স্কোয়াড থেকে মূল দলে ফিরিয়ে আনা হয়েছে। এ বিষয়ে আজ আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। পিএসজির বরাতে এমনটিই জানাল ইএসপিএন।
ফুটবলে বম্ব স্কোয়াড মূলত একটি বিশেষ তত্ত্ব। সাধারণত দলের দামি তারকা, অন্যতম সেরা তারকা যাদের কাছে প্রত্যাশা থাকে বেশি কিন্তু সেই অনুযায়ী পারফর্ম করতে পারেন না এবং যাদের বিক্রি করার সিদ্ধান্ত নেয় দল; তাদের মূল দল থেকে আলাদা করে দেওয়া হয়। এমনকি তাদের ট্রেনিং সেশনও আলাদা সময়ে অনুষ্ঠিত হয়।
এতদিন এমবাপ্পে সেই দলেই ছিলেন। এমবাপ্পের সঙ্গে পিএসজির বম্ব স্কোয়াডে ছিলেন হুলিয়ান ড্রাক্সলার, লিয়ান্দ্রো পারাদেসের মতো তারকারা।