নেইমারকে পেতে কত টাকার প্রস্তাব দিল আল হিলাল?
শুরুতে লিওনেল মেসি, এরপর কিলিয়ান এমবাপ্পে আর এবার নেইমার। সবমিলিয়ে একে একে বিশ্বসেরা তারকাদের হারাচ্ছে ফরাসি ক্লাব পিএসজি। এমবাপ্পে এখনও ক্লাব না ছাড়লেও পিএসজি ছাড়ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। ফের বার্সেলোনাতে ফেরার গুঞ্জন থাকলেও সৌদি ক্লাব আল হিলালে যোগ দিতে পারেন এই ৩০ বছর বয়সী তারকা।
দলবদলের বাজারে বিশ্বাসযোগ্য সাংবাদিক ফাব্রিজিও রোমানোর একটি টুইট অন্তত সেটাই বলে। গতকাল রোববার (১৩ আগস্ট) করা ইতালিয়ান এই সাংবাদিকের টুইটটি ছিল এ রকম, ‘আল হিলাল নেইমার জুনিয়রের জন্য প্রস্তাব দিয়েছে। প্রস্তাবটা বিশাল অঙ্কের।’
এরপর আজ সোমবার (১৪ আগস্ট) স্প্যানিশ সংবাদমাধ্যম লে কিপের বরাতে জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকম জানিয়েছেন, আল হিলালে যাওয়ার ব্যাপারে আগ্রহী নেইমার। কদিনের মধ্যেই সেরে ফেলতে পারেন আনুষ্ঠানিক চুক্তি। এমনটা হলে দুই বছরের জন্য ক্লাবটিতে যোগ দেবেন নেইমার। সেক্ষেত্রে তার চুক্তির পরিমাণ হবে অন্তত ১৬০ মিলিয়ন ইউরো। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার কোটি টাকা।
২০১৭ সালে ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়ে ২২ কোটি ২০ লাখ ইউরোতে বার্সেলোনা ছেড়েই পিএসজিতে নাম লিখিয়েছেন সান্তোসের সাবেক ফরোয়ার্ড নেইমার। তবে সেই সম্পর্ক খুব একটা মধুর হলো না। চোটের পাশাপাশি ক্লাবটি প্রত্যাশা না মেটাতে পারায় এখন আর নেইমারকে নিয়ে পরিকল্পনা সাজাতে নারাজ ক্লাবটি।