বিশ্বকাপে দেখিয়ে দেওয়ার প্রত্যয় সাকিবের কণ্ঠে
২০১৯ ওয়ানডে বিশ্বকাপের কথা মনে আছে নিশ্চয়ই। দল হিসেবে বাংলাদেশ সফল না হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে সাকিব আল হাসান ছিলেন অনবদ্য। চার বছর পর আবারও হচ্ছে বিশ্বকাপ। এবার শুধু ব্যক্তিগত পারফরম্যান্স নয় দল, হিসেবেই বিশ্বকে দেখিয়ে দিতে চান অধিনায়ক সাকিব।
গত চার বছরে বাংলাদেশের ক্রিকেটে উন্নতি চোখে পড়ার মতো। বিশেষ করে ওয়ানডেতে বাংলাদেশ এখন বেশ সমীহ জাগানিয়া এক দল। অন্য সবার মতো এই দল নিয়ে আশাবাদী সদ্য অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া সাকিব। ২০১১ সালের পর ফের বিশ্বকাপের নেতৃত্ব সাকিবের কাঁধে।
লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে এখন শ্রীলঙ্কায় আছেন সাকিব। সেখানে খেলার সময় উপস্থাপিকা রিধিমা পাঠকের সঙ্গে কথা বলেন তিনি। ম্যাচ নিয়ে কথা বলার সময় আসে অধিনায়কত্বের প্রসঙ্গও। অধিনায়কত্ব পাওয়া নিয়ে রিধিমা অভিনন্দন জানান সাকিবকে।
গত চার বছরে উন্নতির কথা জানিয়ে সাকিব বলেন, ‘আমাদের দলের জন্য ভালো একটা চ্যালেঞ্জ, এটা দেখানোর যে আমরা গত চার বছরে কতটা ভালো দল হয়ে উঠেছি। বিশ্বকাপে ভালো করার দারুণ একটা সুযোগ আমাদের সামনে।’
সাকিবের নেতৃত্বে এর আগে ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপে খেলেছিল বাংলাদেশ। সে বছরই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। এরপর আর পাকাপাকিভাবে ওয়ানডে দলের অধিনায়ক থাকেননি তিনি। মাঝে ২০১৫ সালে দুটি ও ২০১৭ সালে একটি ম্যাচে নেতৃত্ব দেন সাকিব। তবে সেসব ছিল ভারপ্রাপ্ত দায়িত্বের অংশ।
এরই মধ্যে এশিয়া কাপ সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। এলপিএলে ব্যস্ত থাকায় সাকিবের সঙ্গে লিটন দাস ও পেসার শরীফুল ইসলাম অনুশীলনে যোগ দেবেন টুর্নামেন্ট শেষ করে। আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এবারের এশিয়া কাপ। ৩১ আগস্ট স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে বাংলাদেশের প্রথম ম্যাচ।