নেইমারের ‘হ্যাঁ’ বলার অপেক্ষায় আল হিলাল
পিএসজি ছাড়ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। এই গুঞ্জন গত ২-৩ বছর ধরেই শোনা যাচ্ছে। তবে নানা কারণে তা বাস্তবে রুপ নেয়নি। এবার সত্যি হতে পারে দীর্ঘদিনের সেই গুঞ্জন। সত্যিই পিএসজি ছাড়তে পারেন ৩১ বছর বয়সী এই তারকা। নতুন গন্তব্য হতে পারে সৌদি ক্লাব আল হিলাল।
২০২৫ সাল পর্যন্ত ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ আছে ব্রাজিলিয়ান তারকা নেইমারের। তবে ক্লাবটির ভবিষৎ পরিকল্পনায় নেই এই তারকা ফু্টবলার। তাই সুযোগ পেয়ে এবার নেইমারকে বিক্রি করে দিতে মরিয়া ফরাসি জায়ান্টরা। গুঞ্জন রয়েছে, নেইমারকে পেতে ২ বছরের জন্য ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে আল হিলাল। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার কোটি টাকার সমান।
আজ সোমবার (১৪ আগস্ট) দলবদলের বাজারে বিশ্বাসযোগ্য সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, নেইমারের সঙ্গে কথাবার্তা হয়েছে ক্লাবটির। এরই মধ্যে মেডিকেল টেস্টের জন্য স্থান নির্ধারন করে ফেলেছে সৌদি ক্লাবটি। এখন শুধু নেইমারের ‘হ্যাঁ’ বলার অপেক্ষা।
২০১৩ সালে পাঁচ কোটি ৭০ লাখ ইউরোতে সান্তোস থেকে বার্সায় যোগ দেন নেইমার। ২০১৭ সালে ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়ে ২২ কোটি ২০ লাখ ইউরোতে বার্সেলোনা ছেড়েই পিএসজিতে নাম লিখিয়েছেন সান্তোসের সাবেক ফরোয়ার্ড নেইমার। তবে সেই সম্পর্ক খুব একটা মধুর হলো না। বার্সাতে নিজের সেরা ছন্দে থাকলেও পিএসজিতে এসেই যেন খেই হারিয়ে ফেলেন এই ব্রাজিলিয়ান তারকা। ক্লাবটির জার্সিতে ১৭৩ ম্যাচে ১১৮ গোল করার পাশাপাশি ৭৭টি অ্যাসিস্ট আছে নেইমারের।