কোর্তোয়ার বিকল্প হিসেবে যাকে নিল রিয়াল
রিয়াল মাদ্রিদের প্রধান গোলরক্ষক থিবো কোর্তোয়া চোটের কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে। হুট করেই মূল গোলরক্ষকের ছিটকে যাওয়ায় বেশ বিপাকে পড়েছিল স্প্যানিশ ক্লাবটি। দ্বিতীয় পছন্দের গোলরক্ষক আন্দ্রি লুনিনের ওপর ভরসা রাখতে হয়েছে রিয়ালকে। ২৪ বছর বয়সী এই ইউক্রেনিয়ান ছাড়া ক্লাবটির মূল স্কোয়াডে ছিল না আর কোনো গোলরক্ষক। এমন পরিস্থিতিতে নতুন গোলরক্ষক খুঁজে নিল স্প্যানিশ ক্লাবটি।
আজ সোমবার (১৪ আগস্ট) এক বিবৃতির মাধ্যমে নতুন গোলরক্ষক হিসেবে কেপা আরিজাবালাগাকে দলে নিয়েছে রিয়াল। ২০২৪ সাল পর্যন্ত আপাতত ধারে তাকে নেওয়া হয়েছে।
যদিও স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, মরোক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনোকে নিতে পারে রিয়াল, এমন গুঞ্জন ছিল। তবে তাকে ছাড়তে প্রায় ৫০ মিলিয়ন ইউরো দাবি করতে পারে সেভিয়া। এমন সম্ভাবনা থেকেই আর সেদিকে হাত বাড়ায়নি রিয়াল। বোনো ছাড়াও রিয়ালের নজরে ছিল ভ্যালেন্সিয়া গোলরক্ষক গিওর্গি মামারদাশভিলিক।
এদিকে, কোর্তেয়ার অস্ত্রেপচার করাতে হবে, তার মাঠে ফিরতে সময় লাগতে পারে আগামী বছরের এপ্রিল। সেই সময়ের আগ পর্যন্ত মূল গোলরক্ষকের দায়িত্ব পালন করবেন ২৮ বছর বয়সী এই কেপা। ২০১৮ সালে অ্যাথলেটিকে বিলবাও থেকে ৮ কোটি ইউরোতে তাকে দলে নিয়েছিল চেলসি। তবে নামের প্রতি সেভাবে সুবিচার করতে পারেননি তিনি।