মৌসুমজুড়ে যেভাবে দেখবেন রোনালদো-মেসিদের খেলা
একটা সময় ইউরোপিয়ান ফুটবল শাসন করেছেন তারা দুজন মিলে। দেড় দশক ধরে ফুটবলের শীর্ষ পর্যায়ে নিজেদের সেরাটা উপহার দেওয়া ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি এখন আর ইউরোপে নেই। বিশ্বকাপ জিতে ক্যারিয়ারের শেষটা নির্ভার হয়ে কাটাতে চলতি মৌসুমে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে পাড়ি জমালেন মেসি। রোনালদো গত বছর যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল-নাসেরে।
গত বছর রোনালদোর আগমণে বদলে গেছে সৌদি প্রো লিগের চিত্রই। চলতি মৌসুমে সৌদিতে গেলেন করিম বেনজেমা, এনগোলো কন্তের মতো তারকারা। নেইমারের যাওয়াও প্রায় নিশ্চিত। অন্যদিকে, মেজর লিগ সকারে মেসি যাওয়ার পরপর গেছেন সার্জিও বুসকেটস, জর্দি আলবারা।
ইউরোপিয়ান ফুটবলের চেয়ে কোনো অংশেই এখন দুই দেশের দুই লিগের আবেদন কম নয়। রোনালদো-মেসির অনুসারীরা বিভিন্ন মাধ্যমে প্রিয় তারকাদের খেলা দেখে। আজ সোমবার (১৪ আগস্ট) গোল ডটকম জানিয়েছে, কীভাবে রোনালদোর সৌদি প্রো লিগের খেলা দেখা যাবে বিভিন্ন মহাদেশে। এর আগে গত জুলাইতে মেসির মেজর লিগে যাওয়ার পর গোল ডটকম জানিয়েছিল কীভাবে দেখা যাবে মেসির লিগের খেলা।
এশিয়ায় খেলা দেখা যাবে সনি স্পোর্টস নেটওয়ার্কে। তা ছাড়া, সনির নিজস্ব অ্যাপ সনি লিভে সাবস্ক্রিপশনের মাধ্যমে দেখা যাবে সৌদি প্রো লিগের খেলা। আর মেসির মেজর লিগ দেখা যাবে অনলাইনে অ্যাপল প্লাস টিভিতে সাবস্ক্রিপশনের মাধ্যমে।