মিরপুরের ফ্লাডলাইটে হঠাৎ আগুন
এশিয়া কাপকে সামনে রেখে গত ৮ আগস্ট থেকে মিরপুর শেরেবাংলায় শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। রোববার (১৩ আগস্ট) ম্যাচের আদলে খেলোয়াড়দের অনুশীলন করার কথা ছিল। বৃষ্টিতে গতকাল মাঠ অনুশীলনের অনুপযোগী থাকায় সেই অনুশীলন শুরু হয় আজ সোমবার (১৪ আগস্ট)। কিন্তু, বিকেলে অনুশীলন শুরুর মুহূর্তে হঠাৎ করে আগুন ধরে ফ্লাডলাইটে। এতে বন্ধ হয়ে যায় খেলোয়াড়দের অনুশীলন।
আজও বৃষ্টি হওয়ায় বিকেলের দিকে শুরু হয় অনুশীলন। খেলোয়াড়রা দুই ভাগে ভাগ হয়ে ম্যাচের আবহে যখন নিজেদের অনুশীলন শুরু করবেন, তখনই আগুন লাগে জায়ান্ট স্ক্রিনের ওপরে থাকা ফ্লাডলাইটে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় বিকেলেই জ্বালানো হয় আলো।
নাজমুল হোসেন শান্তকে নিয়ে মুশফিকুর রহিম স্ট্রাইকিং প্রান্তে ব্যাট করার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তার নজরে পড়ে আগুন। তিনি তখন অন্যদের দেখান। একদিকে আলো জ্বলছে, অন্যদিকে সেই ফ্লাটলাইটের নিচের অংশে কয়েকটি বাতিতে ধরেছে আগুন। দেখামাত্রই খেলোয়াড়দের মাঠ থেকে সরে আসতে বলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
বিসিবির এক সূত্র জানিয়েছে, ‘বৃষ্টির কারণে বৈদ্যুতিক শট সার্কিট হয়েছে। সঙ্গে সঙ্গেই লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। দুই-তিন মিনিট পর আপনা আপনিই আগুন বন্ধ হয়ে গেছে। আগুন লাগা কয়েকটি বাতি ছাড়া ফ্লাডলাইটের কোনো ক্ষতি হয়নি। বাতিগুলো বদলালেই চলবে।’
এতে, বাংলাদেশ দলের কোনো খেলোয়াড়রা সুস্থই আছেন। বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। বলা চলে, বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে মিরপুরের হোম অব ক্রিকেট।