ভারতের ম্যাচের টিকিট কেন ভিন্নভাবে বিক্রি হবে?
ওয়ানডে বিশ্বকাপের আর মাত্র ৫০ দিন বাকি। কিন্তু এখনও টিকিট ছাড়া হয়নি। টিকেট ছাড়া হবে আগামী ২৫ আগস্ট। কিন্তু সেদিনও মিলবে না ভারতের ম্যাচের টিকিট। পরবর্তীতে ধাপে ধাপে মিলবে স্বাগতিকদের ম্যাচের টিকিট। কিন্তু কেন এই ব্যবস্থা?
সেই উত্তরই এবার জানা গেল। অন্যান্যদের ম্যাচের টিকিট বিক্রির পাঁচদিন পর থেকে মিলবে ভারতের ম্যাচের টিকিট। মানে ৩০ আগস্ট দর্শকরা পাবে স্বাগতিকদের টিকিট। সেটাও শুধু মাত্র দুই ম্যাচের। এরপর ৩১ আগস্ট ও ১, ২ ও ৩ সেপ্টেম্বর মিলবে ভারতের বাকি ম্যাচগুলোর।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে উঠে এসেছে ভারতের ম্যাচের টিকিট ভিন্নভাবে বিক্রির কারণ। মূলত ভারতের ম্যাচের টিকিট একসঙ্গে ছাড়লে ওয়েবসাইটের বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই ব্যবস্থা।
ভারতের ম্যাচের সব টিকিট একসঙ্গে ছাড়া হলে একই সময়ে প্রচুর লোক ওয়েবসাইটে ঢুকে টিকিট কাটার চেষ্টা করতে পারেন। যার ফলে ওয়েবসাইট বিকল হয়ে যেতে পারে। এতে করে টিকিট কাটতে সমস্যা হতে পারে। সে কারণেই ধাপে ধাপে তিনটি বা দু’টি করে ম্যাচের টিকিট ছাড়া হচ্ছে। সবার শেষে ছাড়া হবে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট। কারণ ওই ম্যাচের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি থাকবে।
টিকিট বিক্রির ওয়েবসাইটের সঙ্গে যুক্ত একজন বলেছেন, ‘মানুষের যে অত্যধিক আগ্রহ থাকবে ভারতের ম্যাচ নিয়ে, তা সামাল দিতেই এই সিদ্ধান্ত। এটাই সবচেয়ে ভাল উপায়।’
ভারতের বিপক্ষে ম্যাচ ছাড়া বাকি দলগুলোর টিকিট মিলবে ২৫ আগস্ট। বিশ্বকাপ মাঠে গড়াবে আগামী ৫ অক্টোবর। ফাইনাল দিয়ে শেষ হবে ১৯ নভেম্বর।