প্রেমিকার সঙ্গে থাকাসহ সৌদিতে যেসব সুবিধা পাবেন নেইমার
দুই বছরের চুক্তিতে সৌদি ক্লাব আল হিলালে নাম লেখালেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। খবরটি এখন কম-বেশি সবারই জানা। ৯০ মিলিয়ন ইউরোতে তাকে দলে ভিড়িয়েছে সৌদি প্রো লিগের ক্লাবটি। এখানেই শেষ নয়, মোটা অঙ্কের বেতনের পাশাপাশি চুক্তির সময় আল হিলালকে নেইমারের বেশ কিছু আবদারে সম্মতি জানাতে হয়েছে।
নেইমার কি কি নতুন সুবিধা পাচ্ছেন, তাই গতকাল (১৫ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম ফুটমারকাতো। বান্ধবী বিয়ানকার্ডির সঙ্গে থাকা থাকসহ বেশকিছু শর্ত জুড়ে দিয়েছেন নেইমার।
যার মধ্যে অন্যতম সন্তানসম্ভবা প্রেমিকা ব্রুনা বিয়ানকার্ডির সঙ্গে থাকতে চান নেইমার। সৌদিতে বিয়ে ছাড়া প্রেমিকা নিয়ে থাকার কোনো অনুমতি নেই। তবে, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো নেইমারের ক্ষেত্রেও এই আইন শিথিল করা হচ্ছে।
এরপর একটি প্রাইভেট বিমান চেয়েছেন নেইমার। য্টো দিয়ে তিনি ভ্রমণ করতে পারবেন। এগুলোর বাইরেও আরও বেশি কিছু সুবিধা পাবেন নেইমার। বিশেষকরে আল হিলালের প্রতিটি জয়ে বোনাস বাবদ ৮০ হাজার ইউরো পাবেন নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের প্রতিটি প্রচারণামূলক পোস্টের জন্য পাবেন ৫ লাখ ইউরো।
সুবিধার পাশাপাশি বেশ কিছু বিষয়ে সর্তক থাকার পরামর্শ দেওয়া হয়েছে নেইমারকে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবের মতে, সৌদিতে পোশাক, মদ্যপান, নাইটক্লাবে পার্টিসহ বেশ কিছু বিষয়ে নিয়মকানুন মেনে চলতে হবে নেইমারকে।
এর আগে, মঙ্গলবার মেডিকেল টেস্ট করিয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তি সাক্ষর করেছেন নেইমার। রোনালদোর মতো সৌদি লিগে নিজের সেরাটা দিতে মুখিয়ে আছেন এই সাবেক পিএসজি তারকা।