অস্ট্রেলিয়াকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড
দুদলের সামনেই সুযোগ ছিল প্রথমবার বিশ্বকাপের ফাইনালে ওঠার। স্বাগতিক অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড। সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় সকারুদের হৃদয় ভেঙে প্রথমবারের মতো ফিফা নারী বিশ্বকাপের ফাইনালে উঠল ইংল্যান্ড। আজ বুধবার (১৬ আগস্ট) অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে হারিয়েছে ইংলিশ নারীরা।
আসরের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আসা অস্ট্রেলিয়া এ দিনও দল সাজায় আক্রমণাত্মক ঢংয়ে। যেখানে ইংল্যান্ড সাজায় মাঝমাঠ নির্ভর দল। ইলা টুনকে একটু পেছনে এনে অ্যাটাকিং মিডে রাখেন কোচ সারিনা উইগম্যান। ৩৬ মিনিটে ম্যাচের প্রথম গোলটা আসে ইলার পা থেকেই। প্রথমার্ধে এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় ইংলিশরা।
বিরতি থেকে ফিরে খেলায় নিজেদের ধার বাড়ায় সারিনার শিষ্যরা। একের পর এক আক্রমণ সাজায় মাঝমাঠ থেকে। অস্ট্রেলিয়াও সুযোগ পেয়ে ওপরে উঠে চেষ্টা করেছে ম্যাচে সমতা আনতে। ৬৩ মিনিটে অস্ট্রেলিয়ার স্যাম কেরের গোলে ম্যাচে সমতা ফেরে।
বেশিক্ষণ সমতা রাখেনি ইংল্যান্ড। ৭১ মিনিটে লরেন হ্যাম্পের গোলে এগিয়ে যায় তারা। গোটা ম্যাচে সকারুদের গোলমুখে ১৫টি আক্রমণ করে ইংল্যান্ড। ৮৬ মিনিটে মাঝমাঠ থেকে দ্বিতীয় গোলদাতা হ্যাম্প দারুণ একটি আক্রমণ সাজান। একা বল টেনে ডিফেন্সচেরা পাস দেন অ্যালিসা রুসোকে। সেখান থেকে সকারু গোলরক্ষককে বোকা বানাতে কষ্ট হয়নি রুসোর।
৩-১ গোলে এগিয়ে যাওয়া ইংল্যান্ড ম্যাচের বাকি সময় নিজেদের রক্ষণ বাঁচিয়ে রেখেছে। শেষ সময়ে অস্ট্রেলিয়া দুটো সুযোগ তৈরি করলেও বিপদ হতে দেয়নি ইংলিশ রক্ষণভাগ। আর তাতেই প্রথমবারের মতো নারী বিশ্বকাপের ফাইনালে ওঠার বুনো উল্লাসে মাতে ইংল্যান্ড।
আগামী ২০ আগস্ট ফাইনালে স্পেনের মুখোমুখি হবে ইংল্যান্ড।