অবসর ভেঙে ওয়ানডেতে ফিরে স্টোকস লিখলেন ‘লল’
গত বছর ওয়ানডে থেকে অবসর নিয়েছিলেন ইংলিশ তারকা বেন স্টোকস। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের ম্যাচসেরা স্টোকসকে আবারও ওয়ানডেতে ফেরাতে পেরেছে ইংল্যান্ড। স্টোকসের ফেরা নিয়ে উচ্ছ্বসিত নির্বাচক থেকে শুরু করে কোচ ও দলের সবাই।
আজ বুধবার (১৬ আগস্ট) স্টোকসকে নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
মূলত, আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দলের অন্যতম অভিজ্ঞ তারকাকে প্রয়োজন মনে করেছে ইংল্যান্ড। তাই, ফিরিয়ে এনেছে তাকে। বিশ্বকাপকে সামনে রেখে ৩২ বছর বয়সী স্টোকস নিজেও আর ফেলতে পারেননি অনুরোধ।
স্টোকসের ফেরা প্রসঙ্গে ইসিবির নির্বাচক লুক রাইট বলেন, ‘স্টোকস বড় ম্যাচের খেলোয়াড়। সে চ্যালেঞ্জিং মুহূর্তগুলো উপভোগ করে। তার ফিরে আসাটা ছেলেদের জন্য অনুপ্রেরণা দেবে।’
কিন্তু, যাকে নিয়ে এত আলোচনা, সেই স্টোকস নিজের ফিরে আসা নিয়ে অনেকটা মজাই করলেন যেন! দল ঘোষণার পর নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে কেবল একটি শব্দ লিখে পোস্ট করেন। আর তা হলো— ‘লল।’
লল বলতে অনেক সময় বোঝায়, ‘লটস অব লাফ।’ অর্থাৎ, অনেক আনন্দ। দলে আবার ফিরে আসাটা অবশ্যই আনন্দের বিষয়। সেটিই যেন ছোট এক শব্দে তুলে ধরলেন ইংলিশ অলরাউন্ডার স্টোকস।