রোনালদোই সৌদি লিগের দৃশ্যপট বদলে দিয়েছেন : নেইমার
ছয় বছরের পিএসজি অধ্যায় শেষ করে সৌদি ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন ব্রাজিলের সুপারস্টার নেইমার। শুধু নেইমার নন, সৌদি প্রো লিগে আছে ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, সাদিও মানের মতো জনপ্রিয় সব ফুটবলার। সৌদি লিগের প্রতি ফুটবলারদের এমন আগ্রহের পেছনে রোনালদোকে কৃতিত্ব দিলেন নেইমার।
সৌদি আরবের ফুটবলকে বিশ্বের কাছে পরিচিত করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার দেখানো পথ ধরে ইউরোপ থেকে একে একে পাড়ি দিচ্ছেন তারকা ফুটবলাররা। সৌদি লিগ দলবদলের বাজার একেবারে বদলে দিয়েছে। শীর্ষ তারকাদের সৌদি প্রো লিগের দিকে ঝুঁকে পড়ার প্রবণতা সার্বিকভাবে ইউরোপীয় ফুটবলের জন্য শঙ্কার কারণ বলেও মনে করছেন অনেকে।
বুধবার (১৬ আগস্ট) চুক্তি স্বাক্ষর শেষে আল হিলালের সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘পর্তুগালের তারকা ফুটবলার রোনালদো সর্বপ্রথম বড় তারকা হিসেবে সৌদি লিগে যোগ দিয়ে পুরো দৃশ্যপট বদলে দিয়েছেন। আমি বিশ্বাস করি, রোনালদোই এগুলো শুরু করেছিল। সবাই তাকে পাগল বলেছিল। এখন দেখেন, বর্তমানে এই লিগ আরও বেশি আকর্ষণীয় হচ্ছে।’
আল হিলালে যোগ দেওয়া প্রসঙ্গে নেইমার বলেন, ‘আল হিলাল অনেক বড় ক্লাব। তাদের দারুণ সব সমর্থক রয়েছে। এশিয়ার মধ্যে এটা সেরা ক্লাব। আমি মনে করি, সঠিক সময়ে সঠিক ক্লাবকেই বেছে নিয়েছি। আমি জিততে ও গোল করতে ভালোবাসি। সৌদি আরবে আল হিলালের হয়েও সেটা অব্যাহত রাখতে চাই।’