চমক রেখে বিশ্বকাপ দল ঘোষণা ইংল্যান্ডের
আর ৪৯ দিনের অপেক্ষা, এরপরই মাঠে গড়াচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দলগুলো। কেউ কেউ আগেভাগেই জানিয়েছে দিচ্ছে বিশ্বকাপ দল। সেই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ার পর চমক রেখে এবার বিশ্বকাপ দল ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
বুধবার (১৬ আগস্ট) রাতে এক বিবৃতির মাধ্যমে ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংলিশদের জন্য সুখবর দীর্ঘদিন পর ওয়ানডেতে ফিরছেন অলরাউন্ডার বেন স্টোকস। বিশ্বকাপের জন্য ঘোষিত প্রাথমিক দলটি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও অংশ নেবে।
ইংল্যান্ডের জন্য বড় দুশ্চিন্তার কারণ তারকা পেসার জফরা আর্চারের না থাকা। চোটের কারণে তাকে বিশ্বকাপ দলে বিবেচেনা করেনি নির্বাচকরা। চোট থেকে যদি সেরে উঠতে পারেন আর্চার, তাহলে বিশ্বকাপে চলাকালে তাকে দলে অন্তর্ভুক্ত করার ভাবনা আছে ইসিবির।
বিশ্বকাপের জন্য ঘোষিত প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন ব্যাটার হ্যারি ব্রুক ও বেন ডাকেট। দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন গুস আতকিনসন। ১৫ সদস্যের দলে ছয় পেসার নিয়েছে ইংল্যান্ড, যার মধ্যে চারজনই পেস বোলিং অলরাউন্ডার। বেন স্টোকস দলে থাকলেও তিনি বোলিং করবেন কি না, তা নিশ্চিত নয়। সর্বশেষ বিশ্বকাপে খেলা মার্ক উড, ক্রিস ওকসের সঙ্গে আছেন স্যাম কারান, রিচ টপলি ও নবাগত গাস অ্যাটকিনসন। বিশ্বকাপে তাদের কেউ চোটে পড়লে শেষের দিকে আর্চার দলে আসতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচক লুক রাইট।
বিশ্বকাপের দলে স্টোকসের ফেরা সম্পর্কে ইংল্যান্ডের পুরুষ দলের নির্বাচক লুক রাইট বলেন, ‘সাদা বলে আমাদের যে মেধা, সেটিরই প্রমাণ দুটি শক্তিশালী দল ঘোষণা করা। স্টোকসের ফিরে আসার মাধ্যমে তার ম্যাচ জেতানোর সামর্থ্য ও নেতৃত্বের গুণ সেখানে বাড়তি কিছু যোগ করবে। আমি নিশ্চিত, প্রত্যেক সমর্থক ইংল্যান্ডের ওয়ানডে জার্সিতে তাকে ফিরতে দেখাটা উপভোগ করবে।’
ইংল্যান্ডের বিশ্বকাপ দল: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, দাভিদ মালান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, রিচ টপলি, ডেভিড উইলি, মার্ক উড ও ক্রিস ওকস।