ফাইনালে মাঠে নামছেন মেসিরা, টিকিটের দাম আকাশ ছোঁয়া
ইন্টার মায়ামিতে স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকার ছোঁয়ায় বদলে গেছে ক্লাবটির পরিবেশ। যে ক্লাবের খেলা নিয়ে মানুষের বিন্দুমাত্র আগ্রহ ছিল না সেটার টিকিটই এখন আকাশ ছোঁয়া। বিশাল অঙ্কের অর্থ দিয়ে এখন মাঠে বসে দেখতে হচ্ছে মায়ামির খেলা।
আগামীকাল শনিবার (১৯ আগস্ট) লিগস কাপের ফাইনালে যদি ন্যাশভিলে এফসির মুখোমুখি হবে ইন্টার মায়ামি। এই ম্যাচটি জিতলেই প্রথমবার শিরোপা ঘরে তুলবে ক্লাবটি।
আগামীকাল রোববার (২০ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ৭টায় মাঠে গড়াবে ম্যাচটি। এই ম্যাচকে ঘিরে তুমুল উত্তেজনা ভক্তদের। ম্যাচটির টিকিটের দামও আকাশ ছোঁয়া। গোল ডটকমের এক প্রতিবেদন অনুসারে জানা যায়, ম্যাচের সর্বনিন্ম টিকিট ধরা হয়েছে ৪৭৫ ডলার। বাংলাদেশি টাকায় যা ৫২ হাজারেরও বেশি। এই ক্যাটাগরির টিকিট ছাড়া মাত্রই শেষ।
এ ছাড়া সর্বোচ্চ ধরা হয়েছে ৫ হাজার ৮৫০ ডলার। বাংলাদেশি টাকায় যা ছয় লাখেরও বেশি। ম্যাচটি অনুষ্ঠিত হবে ন্যাশভিলের মাঠ জিওডিস পার্ক স্টেডিয়ামে। ওই মাঠেই নিজেদের পরের ম্যাচে শার্লটের বিপক্ষে নামবে ন্যাশভিলে। ওই ম্যাচের টিকিটের সর্বোচ্চ দামই ৪১ হাজার টাকার মতো। মানে মায়ামি তথা মেসি খেলছেন বলেই দাম এত চড়া।
মায়ামিতে এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছেন এবং সবগুলো ম্যাচেই করেছেন গোল। মোট ৯টি গোল এসেছে আর্জেন্টাইন এই তারকার পা থেকে। এবার নতুন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে মেসি। কাল মায়ামির হয়ে জিততে পারলেই ইতিহাসের অংশ হয়ে যাবেন আর্জেন্টাইন তারকা। আর তা হলো, প্রথমবারের মতো ইন্টার মায়ামিকে শিরোপা জয়ের স্বাদ দেওয়া। দ্বিতীয়ত ইতিহাসে সর্বোচ্চ শিরোপাজয়ী ফুটবলার হিসেবে যৌথভাবে শীর্ষে ওঠা।
এখনও পর্যন্ত মেসি জয় করেছেন মোট ৪৩টি শিরোপা। ৪৪টি শিরোপা জয় করে সবার ওপরে রয়েছেন, ব্রাজিলের সাবেক ডিফেন্ডার দানি আলভেজ। তাই মেসির সামনে সুযোগ থাকছে আলভেজকে ছাড়িয়ে যাওয়ার।