মাইক হাসির চোখে ওয়ানডে বিশ্বকাপ জিতবে যে দল
দরজায় কড়া নাড়ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। আর মাত্র ৪৭ দিনের অপেক্ষা, এরপরই ভারতের মাটিতে বসতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের অন্যতম জৌলুসপূর্ণ এই আসর। বিশ্বকাপ নিয়ে ভক্ত-সমর্থকদের পাশাপাশি সাবেক ক্রিকেটারদেরও আগ্রহের যেন শেষ নেই। কেউ কেউ আগেভাগেই ভবিষ্যদ্বাণীও করছেন।
সৌরভ গাঙ্গুলি, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্সের পর এবার বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ক্রিকেটার মাইক হাসি। গতকাল শুক্রবার (১৮ আগস্ট) আইসিসির এক বিবৃতিতে কার হাতে উঠবে ভারত বিশ্বকাপের ট্রফি, তাই জানিয়েছেন এই কিংবদন্তি ক্রিকেটার।
মাইক হাসি বলেন,‘এবার অনেক ভালো দল আছে, এদের থেকে ফেভারিট বেছে নেওয়া কঠিন। তবে আমি সবকিছু বিবেচনায় অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখব। কারণ এই দলটি অনেকদিন ধরেই খেলছে। আর তারা জানে কি করতে হবে। শুধু তাই নয় বিশ্বকাপে আমাদের ইতিহাসও বেশ সমৃদ্ধ।’
তিনি আরও যোগ করেন,‘দেখুন ভারতের মাটিতে ভালো করা মোটেও সহজ নয়। তবে আমাদের বিশ্বমানের কিছু বোলার আছে। বিশেষকরে অ্যাডাম জাম্পা আর মিচেল স্টার্কের ওপর বাড়তি ভরসা রাখা যায়। ভারতের পিচে তারাই অসিদের তুরুপের তাস হতে পারে।’
বিশ্বকাপের অন্যতম সফল দল অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত সর্বোচ্চ ৫টি শিরোপা জিতেছে অসিরা। সবশেষ ২০১৫ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। ২০১৯ সালেও সুযোগ ছিল ধারাবাহিকতা ধরে রাখার,তবে ইংল্যান্ডের কাছে সেমিতে হেরে বিদায় নিতে হয় অস্ট্রেলিয়াকে।