তামিমকে বিশ্বকাপে প্রয়োজন, বলছেন হাবিবুল বাশার
সবকিছু ঠিক থাকলে ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দিতে হতো তামিম ইকবালকে। কিন্তু চোট আর অফ ফর্ম সেটা হতে দেয়নি। বরং খেলা থেকেই দূরে থাকতে হচ্ছে তামিমকে। চোটের কারণে খেলা হচ্ছে না এশিয়া কাপেও। তবে, চোটের সঙ্গে লড়াই করা তামিম দ্রুতই ফিরবেন বলে আশা করেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার। তিনি মনে করেন, অভিজ্ঞতার কারণে বিশ্বকাপে তামিমকে খুব প্রয়োজন।
চোটে থাকা তামিম এই মুহূর্তে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। দ্রুতই ব্যাটিং শুরু করবেন তিনি। এর জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি। নির্বাচকরাও মনে করেন, দ্রুত সুস্থ হয়ে ফিরবেন বাঁহাতি এই ওপেনার।
আজ শনিবার (১৯ আগস্ট) সংবাদমাধ্যমে তামিমের ব্যাপারে কথা বলেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার। তামিমের ব্যাপারে তিনি বলেন, ‘তামিম কঠোর পরিশ্রম করছে। অনেক চেষ্টা করছে ফিরে আসার জন্য। আমার মনে হয় সময়ের আগেই ফিরে আসবে। নিউজিল্যান্ড সিরিজেই তাকে ফিরে পাওয়ার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।’
এরপর বিশ্বকাপে তামিমের গুরুত্ব উল্লেখ করে নির্বাচক বলেন, ‘বিশ্বকাপের জন্য তামিমকে আমাদের ভীষণ দরকার। তামিমের অভিজ্ঞতাটা, তামিমের পারফরম্যান্সটা আমাদের ভালো করার জন্য অনেক দরকার। তামিম যেভাবে পরিশ্রম করছে, নিজেকে সময় দিচ্ছেন, আমার মনে হয় তিনি সময়ের আগেই ফিরে আসতে পারবেন।’