এশিয়া কাপে ধারাভাষ্যকার প্যানেলে নেই আতহার আলী
এশিয়া কাপ নিয়ে যেন বিতর্ক থামছেই না। শুরু ভেন্যু নিয়ে ভারত-পাকিস্তানের মুখোমুখি অবস্থানের পর এবার ধারাভাষ্যকার প্যানেল নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। রাখা হয়নি ভয়েস অব বাংলাদেশ ক্রিকেটখ্যাত আতহার আলী খান।
গতকাল শুক্রবার (১৮ আগস্ট) এশিয়া কাপের অফিশিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টস এশিয়া কাপের ছবিসহ ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করা হয়। যেখানে বাংলাদেশি ধারাভাষ্যকার আতহার আলীকে রাখা হয়নি। যদিও কিছুদিন আগে জানানো হয়েছিল ১২ জনের কমেন্ট্রি প্যানেলে থাকবেন তিনি। শুধু বাংলাদেশ নয় অংশগ্রহনকারী আরও দুই দল আফগানিস্তান ও নেপালের কোনো ধারাভাষ্যকারকেও রাখা হয়নি।
বাদ পড়েছেন শ্রীলঙ্কার রাসেল আরনোল্ড। তবে তার বদলে যুক্ত হয়েছেন মারভান আতাপাত্তু। এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেলে সংখ্যায় সবচেয়ে বেশি ভারতীয় এবং পাকিস্তানি ধারাভাষ্যকার। মোহাম্মদ ওয়াসিম এবং ওয়াকার ইউনুসসহ পাকিস্তানের আছেন সবমিলিয়ে চারজন। পাকিস্তান থেকে বাদ পড়েছেন সাবেক পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা।
ধারাভাষ্য প্যানেলে সর্বোচ্চ ১১ জন রয়েছেন ভারতীয়। এশিয়ার বাইরে থেকে সাবেক জিম্বাবুয়ে তারকা অ্যান্ডি ফ্লাওয়ারকে নেওয়া হয়েছে এবারের এশিয়া কাপের জন্য। যুক্ত হয়েছে অস্ট্রেলিয়ার হয়ে দুইবার বিশ্বকাপ জেতা ওপেনার ম্যাথু হেইডেন। সেইসঙ্গে আছেন সাবেক ইংলিশ পেসার ডমিনিক কর্ক।
এশিয়া কাপে সুযোগ পাওয়া ধারাভাষ্যকাররা:
রবি শাস্ত্রী (ভারত)
ওয়াসিম আকরাম (পাকিস্তান)
গৌতম গম্ভীর (ভারত)
হরভজন সিংহ (ভারত)
ওয়াকার ইউনুস (পাকিস্তান)
অ্যান্ডি ফ্লাওয়ার (জিম্বাবুয়ে)
মারভিন আতাপাত্তু (শ্রীলঙ্কা)
ইরফান পাঠান (ভারত)
ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া)
সঞ্জয় বাঙ্গার (ভারত)
আমির সোহেল (পাকিস্তান)
পিয়ুশ চাওলা (ভারত)
ডমিনিক কর্ক (ইংল্যান্ড)
সঞ্জয় মাঞ্জরেকার (ভারত)
দীপ দাশগুপ্ত (ভারত)
মোহাম্মদ কাইফ (ভারত)
বাজিত খান (পাকিস্তান)
আদিত্য তারে (ভারত)
রজত ভাটিয়া (ভারত)
আগামী ৩০ আগস্ট স্বাগতিক পাকিস্তান নেপাল ম্যাচ দিয়ে শুরু হবে এবারের এশিয়া কাপ। এরপর পয়েন্ট টেবিলের সেরা দুই দলকে নিয়ে আগামী ১৭ আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল।