এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেলে আছেন যে বাংলাদেশি
এশিয়া কাপকে সামনে রেখে গতকাল শুক্রবার (১৮ আগস্ট) ছবিসহ ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করে স্টার স্পোর্টস। তবে, ওই তালিকায় রাখা হয়নি কোনো বাংলাদেশিকে। যা দেখে কিছুটা হতাশই হন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। তবে সমর্থকদের জন্য সুখবর আতহার আলী খান সুযোগ না পেলেও তালিকায় আছেন আরেক বাংলাদেশি ধারাভাষ্যকার।
আজ শনিবার (১৯ আগস্ট) স্টার স্পোর্টসের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে নতুন করে ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করা হয়। যেখানে নাম আছে বাংলাদেশি ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরীর।
ইংরেজিতে ধারাভাষ্য দেবেন রবি শাস্ত্রী, ওয়াসিম আকরাম, গৌতম গম্ভীর, ওয়াকার ইউনুস, অ্যান্ডি ফ্লাওয়ার ও মারভান আতাপাত্তুরা। এছাড়া আরও থাকছেন ম্যাথু হেইডেন, আমির সোহেল, ডমিনিক কর্ক, দীপ দাসগুপ্ত, বাজিত খান, সঞ্জয় মাঞ্জরেকার, শামীম আশরাফ চৌধুরী ও রোশান আবেসিংহে।
এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেলে সংখ্যায় সবচেয়ে বেশি ভারতীয় এবং পাকিস্তানি ধারাভাষ্যকার। ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনুসসহ পাকিস্তানের আছেন সবমিলিয়ে চারজন। পাকিস্তান থেকে বাদ পড়েছেন সাবেক পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা।
ধারাভাষ্য প্যানেলে সর্বোচ্চ ১১ জন রয়েছেন ভারতীয়। এশিয়ার বাইরে থেকে সাবেক জিম্বাবুয়ে তারকা অ্যান্ডি ফ্লাওয়ারকে নেওয়া হয়েছে এবারের এশিয়া কাপের জন্য। যুক্ত হয়েছে অস্ট্রেলিয়ার হয়ে দুইবার বিশ্বকাপ জেতা ওপেনার ম্যাথু হেইডেন। সেইসঙ্গে আছেন সাবেক ইংলিশ পেসার ডমিনিক কর্ক।
আগামী ৩০ আগস্ট স্বাগতিক পাকিস্তান নেপাল ম্যাচ দিয়ে শুরু হবে এবারের এশিয়া কাপ। এরপর পয়েন্ট টেবিলের সেরা দুই দলকে নিয়ে আগামী ১৭ আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল।