শিরোপা জয়ে সবাইকে ছাড়িয়ে উড়ছেন মেসি
ফুটবলে সময়টা স্বপ্নের মতো কাটছে লিওনেল মেসির। জাতীয় দল থেকে শুরু করে ক্লাব ফুটবল—সবখানেই মেসির জয়গান। এইতো কদিন আগেই পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। নতুন ক্লাবে পা রাখার কিছুদিনের মধ্যেই মায়ামিকে প্রথম শিরোপা উপহার দিলেন আর্জেন্টাইন তারকা। সেই সঙ্গে শিরোপা জয়ে সবাইকে ছাড়িয়ে গেলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।
আজ রোববার (২০ আগস্ট) লিগস কাপের ফাইনালে ন্যাশভিলের মুখোমুখি হয় মেসির মায়ামি। প্রতিপক্ষের মাঠ জিওডিস পার্কে নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতা থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে মায়ামি গোলরক্ষক কালেন্ডারের বীরত্বে ন্যাশভিলেকে ১০-৯ ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে মেসির দল। মায়ামির হয়ে একমাত্র গোলটি করেন মেসি।
এটিই মায়ামির ইতিহাসে প্রথম শিরোপা জয়। অন্যদিকে, দানি আলভেজকে ছাড়িয়ে ইতিহাসে সর্বোচ্চ শিরোপাজয়ী ফুটবলার এখন মেসি। তার শিরোপা জয়ের সংখ্যা ৪৪টি। ব্রাজিলিয়ান তারকা আলভেজ তাঁর ক্যারিয়ারে জিতেছেন ৪৩টি শিরোপা। তারচেয়ে একটি বেশি নিয়ে সবার ওপরে মেসি।
এক নজরে মেসির ৪৪ শিরোপা
আর্জেন্টিনার হয়ে পাঁচটি : ফিফা বিশ্বকাপ একটি, কোপা আমেরিকা একটি, লা ফিনালিসিমা একটি, অলিম্পিকে একটি ও যুব বিশ্বকাপ একটি।
বার্সেলোনার হয়ে ৩৫টি : লা লিগা ১০টি, কোপা দেল রে ৭টি, সুপারকোপা ৮টি, চ্যাম্পিয়নস লিগ ৪টি, উয়েফা সুপার কাপ ৩ টি, ফিফা ক্লাব বিশ্বকাপ ৩টি।
পিএসজির হয়ে ৩টি : লিগ ‘আঁ’ ২টি ও ট্রফি দে চ্যাম্পিয়নস একটি।
ইন্টার মায়ামি একটি : লিগস কাপে।