দীর্ঘদিন পর অনুশীলনে তামিম ইকবাল
পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া তামিম ইকবাল ফিরলেন ব্যাটিংয়ে। প্রায় দেড় মাস পর ব্যাট হাতে অনুশীলন করলেন দেশসেরা ওপেনার। আজ রোববার (২০ আগস্ট) মিরপুরের অ্যাকাডেমি মাঠে দুজন ফিজিওর উপস্থিতিতে মিনিট বিশেকের মতো ব্যাট করেছেন তিনি।
কোমরের চোটের কারণে গত মাসের শেষ সপ্তাহে লন্ডনে চিকিৎসা নিতে গিয়েছিলেন তামিম। মেরুদণ্ড বিশেষজ্ঞ টনি হ্যামন্ডের তত্ত্বাবধানে ছিলেন তিনি। ফিরে আসার সময় তামিমকে বেশ কিছু নির্দেশনা দেন তিনি। টনির নির্দেশনায় দুই সপ্তাহের বিশ্রামে ছিলেন তামিম। তার পরামর্শ অনুযায়ী এই দুসপ্তাহের প্রথম সপ্তাহে পুরোপুরি বিশ্রামে ছিলেন তিনি। দ্বিতীয় সপ্তাহে ফিটনেস নিয়ে কাজ করেছেন বিসিবির চিকিৎসক ও ফিজিওদের সঙ্গে।
দুসপ্তাহ শেষে আজ মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পুনর্বাসন কেন্দ্রের প্রধান ফিজিও কিয়েরন থমাস ও ফিজিও বায়েজিদ ইসলামের তত্ত্বাবধানে ব্যাটিং অনুশীলন করেন তামিম। এ সময় ফ্রন্টফুট ও ব্যাকফুটে কিছু শট খেলেছেন তিনি। আগের চেয়ে খানিকটা স্বাচ্ছন্দ্য মনে হয়েছে তাকে।
বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম এশিয়া কাপের দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন চোটের কারণে। এশিয়া কাপ শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে দলে ফেরার অপেক্ষায় রয়েছেন তিনি।