নেইমারকে নিয়ে অসন্তোষ প্রকাশ আল হিলাল কোচের
জমকালে আয়োজনে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে বরণ করে নিয়েছে তার নতুন ক্লাব আল হিলাল। বর্তমানে সৌদিতে অবস্থান করলেও কবে নাগাদ তাকে মাঠে দেখা যাবে, সে বিষয়ে অনিশ্চয়তা কাটছে না। এবার ক্লাবে যোগ দেওয়ার তিন দিনের মাথায় নেইমারকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আল হিলালের কোচ জর্জ জেসুস।
রোববার (২০ আগস্ট) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়, ফেইয়ার বিপক্ষে ম্যাচে জিততে পারেনি আল হিলাল। আর এই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নেইমারকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আল হিলাল কোচ জর্জ।
আল হিলালে নেইমারের অভিষেক কবে হবে? এমন এক প্রশ্নের উত্তরে জেসুস বলেন, ‘নেইমার এখানে চোট নিয়ে এসেছে। তার পেশির ছোট্ট একটা চোট আছে। আমি জানি না, কখন সে ফিরবে এবং খেলা আর স্বাভাবিক অনুশীলনের জন্য তৈরি হবে।’
নেইমারকে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের দলে রাখার প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্রাজিল দলে তার থাকাটা ঠিক হয়নি। এটা নিয়ে আমরা মোটেও খুশি নই। ব্রাজিল দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য তার ভ্রমণ করাটাও উচিত হবে না। সে তো এই মুহূর্তে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছে। তাই নতুন করে চোটে পড়ুক, এটা মোটেও প্রত্যাশিত নয়।’
গত ফেব্রুয়ারিতে পিএসজির জার্সিতে লিগ ‘আঁ’তে লিলের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন নেইমার। এরপর বাকি মৌসুম তাকে কাটাতে হয়েছে মাঠের বাইরে। প্রাক্-মৌসুম প্রস্তুতির জন্য পিএসজির এশিয়া সফরের দলে ফেরেন তিনি। সেখানে তিনি দুটি ম্যাচ খেলেছেন।
এদিকে আল হিলালের মেডিকেল টিম আশা করছে, যদি নেইমার নতুন করে চোটে না পড়েন, তাহলে আন্তর্জাতিক ম্যাচের বিরতির পরই মাঠে নামতে পারবেন নেইমার। সে হিসেবে আল রিয়াদের বিপক্ষে আগামী ১৫ সেপ্টেম্বর ব্রাজিলের তারকা ফুটবলারের মাঠে নামার সম্ভাবনা রয়েছে।