বিশ্বকাপ জিতে শিরোপা নিয়ে মেসির মতোই ঘুম দিলেন স্প্যানিশ তারকা
কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির একটি ছবি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। বিশ্বকাপ ট্রফি কোলে নিয়ে ঘুমিয়ে আছেন মেসি। যেন, যক্ষের ধনের মতো আগলে রাখলেন পরম আরাধ্য শিরোপাকে। মেসির সেই বাচ্চামি কুড়িয়েছিল প্রশংসা। এবার মেসির ছবিকেই ফিরিয়ে আনলেন বিশ্বকাপজয়ী স্পেন নারী ফুটবল দলের তারকা জেনিফার হারমোসো।
সদ্য ফিফা নারী বিশ্বকাপজয়ী স্প্যানিশ তারকা হারমোসো নিজের অফিসিয়াল টুইটারে একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, মেসির মতো করে বিশ্বকাপকে আগলে ধরে ঘুমাচ্ছেন হারমোসো। তার হাসিমুখে আনন্দের ছটা। ছবিতে লিখেছেন, ‘একটি স্বপ্ন, যা সত্যিই পূর্ণতা পেয়েছে।’
মেসির সঙ্গে বেশকিছু ক্ষেত্রে মিল আছে হারমোসোর। মেসির মতোই ১০ নম্বর জার্সি পরেন। স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় মেসি ১০ নম্বর জার্সি পরে খেলতেন, হারমোসোও বার্সায় খেলতেন ১০ নম্বর গায়ে চাপিয়ে।
বিশ্বকাপজয়ের পর মেসি যেভাবে ছবিটি তুলেছিলেন, এর আগে এমনভাবে কেউ তুলেছিল কিনা, তা ইতিহাস ঘেঁটে দেখলেও বোধহয় পাওয়া যাবে না। স্বাভাবিকভাবেই মেসির ওই ছবিটা যে জনপ্রিয়তা পাবে পরবর্তীতে, সেটি আন্দাজ করতে কষ্ট হয়নি। অবশেষে, হারমোসো তা করেই ফেললেন।
অবশ্য, এবারই প্রথম ট্রফি নিয়ে এমন ছবি দেননি হারমোসো। এর আগে ২০২১ সালে উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগ জিতে এমন পোজে ছবি তুলেছিলেন তিনি। তবে, বিশ্বকাপের সঙ্গে এটিই প্রথম।