মেসিকে আটকানোর কৌশল নিয়ে প্রশ্নকে হাস্যকর বললেন প্রতিপক্ষ কোচ
ফুটবল পায়ে জাদুর চমক দেখিয়ে চলেছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে ইতোমধ্যে সাত ম্যাচে করেছেন ১০ গোল। নতুন ক্লাবে পা রাখার কিছুদিনের মধ্যেই মায়ামিকে প্রথম শিরোপা উপহার দিলেন আর্জেন্টাইন এই তারকা।
গত রোববার (২০ আগস্ট) মায়ামিকে লিগস কাপের শিরোপা উপহার দেওয়ার পর এবার নতুন মিশন ইউএস ওপেন কাপ। আসরের সেমি ফাইনালে ২৪ আগস্ট বাংলাদেশ সময় ভোর ৫টায় এফসি সিনসিনাতির মুখোমুখি হবে মেসির মায়ামি। এর আগে সিনসিনাতির কোচ প্যাট নুনানের কাছে জানতে চাওয়া হয়েছিল, মেসিকে আটকাতে কোন কৌশল অবলম্বন করবেন তিনি। জবাবে প্রশ্নটাকেই ‘হাস্যকর’ বললেন নুনান।
আজ মঙ্গলবার (২২ আগস্ট) গোল ডটকমে প্রকাশিত প্রতিবেদন মতে, মেসিকে থামানোর চেষ্টা করার বিষয়টিকে হাস্যকর বলে আখ্যায়িত করেছেন সিনসিনাতির কোচ নুনান। তিনি বলেন, ‘কীভাবে একটি ভালো দল ও ভালো খেলোয়াড়কে থামানো যায়, সে বিষয়ে সবাই সমাধান খোঁজার চেষ্টা করছে। আর যদি সেই খেলোয়াড় হন মেসি, কেউই আসলে এটি করতে পারছেন না। গত দুই দশক ধরে ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে খেলা মেসিকে আটকানোর চেষ্টা করে অসংখ্য ফুটবলার ব্যর্থ হয়েছেন। আমার কাছে তাই প্রশ্নটাই হাস্যকর মনে হচ্ছে। কারণ, সে এখনও তার সেরাটা দিয়ে খেলছে।’
নুনান আরও যোগ করেন, ‘মেসি আসার আগে যেখানে ১১টি লিগ ম্যাচে জয়ের মুখ দেখেনি ইন্টার মায়ামি, সেখানে মেসির আগমনের পর হারতে ভুলে গেছে ক্লাবটি। মাঠ ও মাঠের বাইরে পুরো দলটাকেই বদলে দিয়েছে সে।’