বাংলাদেশকে নিয়ে ম্যাককালামের ভবিষ্যদ্বাণী
আর মাত্র ৪৩ দিনের অপেক্ষা। এরপরই মাঠে গড়াবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। সমর্থকরা হিসাব কষছে শেষ চারে এগিয়ে থাকবে কোন চার দল? সাবেক ক্রিকেটার বা বিশ্লেষকরাও এই সমীকরণ মেলাতে মাঠে নেমেছেন। এবার সেই তালিকায় যোগ দিয়েছেন সাবেক কিউই তারকা ব্রেন্ডন ম্যাককালাম।
মঙ্গলবার (২২ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নিজের ভাবনা জানিয়েছেন ম্যাককালাম। এসময় অন্যান্য দলের পাশাপাশি বাংলাদেশকেও এগিয়ে রেখেছেন এই কিউই তারকা।
বিশ্বকাপ প্রসঙ্গে ম্যাককালাম বলেন, ‘আমার মনে হয় ভারত খুব শক্তিশালী দল। জাসপ্রিত বুমরাহর মতে বোলারের ফেরাটা তাদের জন্য স্বস্তির। সে অনেক অভিজ্ঞ বোলার। কোন পরিস্থিতিতে কি করতে হবে, সেটা তার ভালোই জানা। আইপিএলের মাধ্যমে ভারত অনেক নতুন প্রতিভা পেয়েছে। আশা করি তারা টুর্নামেন্টের শেষ পর্যন্ত টিকে থাকবে।’
ম্যাককালাম আরও যোগ করেন, ‘এই বিশ্বকাপে কারা সেমিফাইনাল খেলবে সেটা বলা কঠিন। সেই দিক থেকে ভারতকে আমি প্রথমেই রাখব। এরপর অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইংল্যান্ডেরও ভালো সুযোগ আছে। তবে নিউজিল্যান্ড, বাংলাদেশকেও পিছিয়ে রাখার সুযোগ নেই। এই বিশ্বকাপ সবার কাছে উন্মুক্ত। যে দলগুলো ভালো করে টুর্নামেন্ট শুরু করবে তারাই শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে।’
আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড ও পাকিস্তান ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের বিশ্বকাপ। যার পর্দা নামবে আগামী ১৯ নভেম্বর মেগাফাইনাল দিয়ে। ওয়ানডে সুপার লিগ উতরে আসা দশটি দল নিয়ে হবে এবারের বিশ্বকাপ।