অবশেষে বিশেষ ক্যাম্পে যোগ দিলেন মাহমুদউল্লাহ
আট ক্রিকেটারকে নিয়ে গত কদিন ধরেই মিরপুরে চলছে বিশেষ ক্যাম্প। এশিয়া কাপের মূল স্কোয়াডে সুযোগ না পেলেও বিশেষ ক্যাম্পে ডাক পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও ক্যাম্প শুরুর প্রথম কয়েকদিন দেখা যায়নি রিয়াদকে। অবশেষে বিশেষ ক্যাম্পে যোগ দিয়েছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।
আজ বুধবার (২৩ আগস্ট) দুপুরে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করতে দেখা যায় মাহমুদউল্লাহকে। জানা গেছে, মায়ের অসুস্থতার কারণেই ক্যাম্পে যোগ দিতে দেরি হয়েছে রিয়াদের। এমনকি বিষয়টি জানিয়ে বিসিবি থেকে ছুটিও নিয়েছিলেন মাহমুদউল্লাহ।
দলে সুযোগ পেতে নিজের ফিটনেস নিয়ে কঠোর অনুশীলন করছেন রিয়াদ। বুধবারের অনুশীলনে শুরুতে হালকা ওয়ার্ম আপের পর লম্বা সময় হাই ক্যাচিং প্র্যাকটিস করেন তিনি। এরপর ব্যাট প্যাড পরে নেমে যান স্কিল ট্রেনিংয়ে। বিশ্রামে থাকায় আজ অনুশীলন সেশনে ছিলেন না এশিয়া কাপে দলে সুযোগ পাওয়া ক্রিকেটাররা।
বিশেষ এই ক্যাম্পে আছে তামিম ইকবালের নামও। চোট থেকে সেরে উঠতে শুরুতে রানিং অনুশীলন করেছেন তামিম। এরপর কিছুটা ক্যাচিং প্র্যাকটিস করেই ব্যাট হাতে নেন। যদিও ব্যাট হাতে এখনই খুব বেশি প্রেশার নিচ্ছেন না এই বাঁহাতি ব্যাটার।
এদিকে, জাতীয় দলের ২৫ ক্রিকেটার ভারতে যাবার ভিসা আবেদন করেছেন, সেখানেও ছিলেন না মাহমুদউল্লাহ। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, মায়ের অসুস্থতার কারণেই সেখানে ছিলেন না রিয়াদ। তবে মাহমুদউল্লাহ ভিসার জন্য কবে আবেদন করবেন, সেই ব্যাপারটি এখনও নিশ্চিত নয়।