বিশ্বকাপ বাছাইয়ের আগে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ-২০২৬ এর লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব। সেপ্টেম্বরে মাঝামাঝি বাছাইপর্বের মোট দুটো ম্যাচ খেলবে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। এর আগে দুঃসংবাদ পেল দলটি। চোটের কারণে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন দলের লেফটব্যাক মার্কাস অ্যাকুনা। আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে অ্যাকুনার ক্লাব সেভিয়া।
নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে সেভিয়া জানায়, গত ২১ আগস্ট লা লিগায় আলাভেসের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান অ্যাকুনা। পরীক্ষা-নিরীক্ষার পর আমাদের চিকিৎসকরা নিশ্চিত করেছেন আগামী কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলে রক্ষণভাগের অন্যতম ভরসা ছিলেন অ্যাকুনা। আরেকটি বিশ্বকাপের বাছাইপর্ব যখন শুরু হচ্ছে, তখন তার চোট কোচ লিওনেল স্কালোনির জন্য চিন্তার বিষয়।
তবে, এখনও আর্জেন্টিনা জাতীয় দলের পক্ষ থেকে অ্যাকুনার চোটের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। যদিও, সেভিয়ার বিবৃতি অনুযায়ী চোট সারতে কয়েক সপ্তাহ সময় লাগবে। এতে, অ্যাকুনার দুটো ম্যাচই মিস করার সম্ভাবনা বেশি।