শততম ওয়ানডে ইনিংসে বাবর আজমের অনন্য কীর্তি
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে এক বল হাতে রেখে এক উইকেটের নাটকীয় জয় পেয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৪ আগস্ট) এ ম্যাচে পাকিস্তান অধিনায়ক বাবর আজম খেলেন ৬৬ বলে ৫৩ রানের ইনিংস। এতেই অনন্য এক কীর্তি গড়েন তিনি।
ওয়ানডেতে প্রথম ১০০ ইনিংসে সবচেয়ে বেশি রান করার রেকর্ড এখন তার দখলে। যদিও, এই কীর্তি গড়তে শুধু মাঠে নামলেই হতো তার। এমনকি শূন্য রানে আউট হলেও। আজ শুক্রবার (২৫ আগস্ট) নিজেদের এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে পাকিস্তানের বার্তা সংস্থা এপিপি।
বর্তমানে ওয়ানডে ব্যাটারদের তালিকায় সবার ওপরে আছেন বাবর। সময়ের অন্যতম সেরা ব্যাটার ধরা হয় তাকে। নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে আসছেন প্রতিনিয়ত। গতকাল নিজের ওয়ানডে ক্যারিয়ারের ১০২তম ম্যাচ খেলতে নামেন তিনি। ব্যাট হাতে ছিল শততম ইনিংস।
প্রথম ১০০ ইনিংস শেষে ৫৮ দশমিক ৪৩ গড়ে বাবরের রান পাঁচ হাজার ১৪২। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম ১০০ ইনিংসে পাঁচ হাজার রান করতে পারেননি আর কেউ। পেছনে ফেলেছেন হাশিম আমলা, ভিভ রিচার্ডসের মতো কিংবদন্তিদের। প্রথম ১০০ ইনিংসে আমলা করেছিলেন চার হাজার ৯৪৬ রান। সম পরিমাণ ইনিংসে ভিভের ব্যাট থেকে এসেছিল চার হাজার ৬০৭ রান।
কেবল রানের দিক দিয়েই নয়, বাবর তাদের সবাইকে পেছনে ফেলেছেন সম্মিলিতভাবে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরির দিক দিয়েও। আফগানদের বিপক্ষে গতকালের হাফসেঞ্চুরিটি ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের ২৭তম। সেঞ্চুরি সংখ্যা ১৮টি। অর্থাৎ, ১০০ ইনিংসের মধ্যে ৪৫ বারই তার ব্যাট থেকে এসেছে শতক ও অর্ধশতক।
প্রথম ১০০ ইনিংসের মধ্যে ৪২টিতে শতক-অর্ধশতক করতে পেরেছিলেন আমলা ও ভিভ। আমলার ছিল ১৭ শতক ও ২৫ অর্ধশতক এবং ভিভের আট শতক ও ৩৪ অর্ধশতক।