এশিয়া কাপে করোনার ধাক্কা, আক্রান্ত যেসব ক্রিকেটার
এশিয়া কাপ নিয়ে যেন জটিলতা কাটছেই না। টুর্নামেন্ট শুরু হতে আর দিন চারেক বাকি। ঠিক এর আগেই নতুন করে দুশ্চিন্তায় পড়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। শুরুতে ভেন্যু জটিলতার পর এবার নতুন করে করোনার ধাক্কা লেগেছে এশিয়া কাপে। যার ফলে পিছিয়ে যেতে পারে এবারের আসর।
শুক্রবার (২৫ আগস্ট) জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, এশিয়া কাপের আগে শ্রীলঙ্কার ক্রিকেট দলে কোভিডের সংক্রমণ দেখা দিয়েছে। আক্রান্ত হয়েছেন কুশল পেরেরা ও আভিষ্কা ফার্নান্ডো। এশিয়া কাপ স্কোয়াডে তারা নিশ্চিতভাবে জায়গা পেতেন। অথচ, এখন তাদের পর্যবেক্ষণে থাকতে হচ্ছে। তাদের তাড়াতাড়ি সেরে ওঠার ওপর নির্ভর করছে তারা দলে ঢুকতে পারবেন কি না।
হাইব্রিড মডেল মেনে প্রথম চারটি ম্যাচ হবে পাকিস্তানে। তারপরই শ্রীলঙ্কায় বসবে আসর। ঠিক তার আগে দুই ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় চিন্তার ভাঁজ বাকিদের নিয়েও। দ্বীপরাষ্ট্র যদি করোনা থেকে সুরক্ষিত না হয়, সেক্ষেত্রে এমন স্থানে এত বড় টুর্নামেন্ট আয়োজনও বেশ ঝুঁকিপূর্ণ। তাই শেষমেশ এই বিষয়ে কি সিদ্ধান্ত নেয় এসিসি, তাই জানার অপেক্ষায় অংশগ্রহণকারী দেশগুলো।
এখানেই শেষ নয়, করোনার পর আরেকটি ধাক্কা লেগেছে লঙ্কান ক্রিকেটে। চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারেন পেসার দুশমন্ত চামিরা, আর গ্রুপ পর্বে হয়তো একাদশে পাওয়া যাবে না ওয়ানিন্দু হাসারাঙ্গাকে।
দুর্দান্ত পারফর্ম করা হাসারাঙ্গা উরুর চোটের কারণে ফাইনালে খেলতে পারেননি। তাকে শুরুতে না পাওয়া হবে দলের জন্য বিরাট ধাক্কা। লিগের শীর্ষ ব্যাটার ও বোলার তিনি। এই অলরাউন্ডারের ম্যানেজমেন্টের তথ্য অনুযায়ী, তিনি বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচে খেলতে পারবেন না। তবে দল সুপার ফোরে উঠলে তাকে দেখা যাবে, সেটাও নির্ভর করছে পরবর্তীতে আর ইনজুরির ঝুঁকি আছে কি না, সেটার ওপর।