এশিয়া কাপে ইবাদতের অনুপস্থিতি দলের জন্য ক্ষতি, বললেন হাথুরুসিংহে
চোটের কারণে এশিয়া কাপে খেলতে পারবেন না পেসার ইবাদত হোসেন। আফগানিস্তান সিরিজে পাওয়া চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় দলের সঙ্গে শ্রীলঙ্কায় যাওয়া হচ্ছে না তার। সম্প্রতি বাংলাদেশের পেস বিভাগের অন্যতম ভরসা ইবাদতের দলে না থাকাকে বড় ক্ষতি বলে জানালেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
এশিয়া কাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে আজ শনিবার (২৬ আগস্ট) মিরপুরে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ক্রিকেট দল। কোচ হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব আল হাসান উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে। সেখানেই ইবাদতের না থাকাকে দলের জন্য ক্ষতি, বলেন হাথুরুসিংহে।
হাথুরুসিংহে বলেন, ‘ইবাদত আমাদের অন্যতম কার্যকরী পেস বোলার। আমাদের যে পাঁচজন পেসার গত কয়েকটি সিরিজে দারুণ খেলেছে, সে তাদের মধ্যে অন্যতম। এশিয়া কাপে তাকে না পাওয়া দলের জন্য বড় ক্ষতি। এ মুহূর্তে তার বিকল্প খুঁজে পাওয়া কঠিন। আশা করি, সে দ্রুতই সেরে উঠবে।’
কোচের সঙ্গে সুর মিলিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসানও। ইবাদতকে নিয়ে সাকিব বলেন, ‘সে আমাদের গুরুত্বপূর্ণ একজন সদস্য। দুর্ভাগ্যবশত সে যেতে পারছে না। তার না থাকাটা দলের জন্য অবশ্যই ক্ষতি।’
সম্প্রতি পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের অধীনে দারুণ করছে বাংলাদেশ দলের পেসাররা। ইবাদতও নিজেকে গড়ে নিয়েছেন পরিশ্রমের মাধ্যমে। কিন্তু, শেষ পর্যন্ত এশিয়া কাপের আগে নিজেকে পুরোপুরি ফিট করতে পারেননি তিনি।