চুমুকাণ্ডে স্প্যানিশ ফুটবল প্রধানকে সাময়িক বহিষ্কার করল ফিফা
ক্ষমা চেয়েও পার পেলেন না স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালস। এক চুমুকাণ্ডে শেষ পর্যন্ত সাময়িক বহিষ্কার হলেন তিনি। আজ শনিবার (২৬ আগস্ট) তাকে বহিষ্কারের ঘোষণা দেয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। খবর এএফপির।
এএফপির খবর অনুযায়ী, রুবিয়ালসকে বহিস্কার করে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ফিফা। ফিফার গভর্নিং বডি জানিয়েছে, ‘আমরা স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান রুবিয়ালসকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। এ সময়ে তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফুটবলের কোনো ধরণের কার্যক্রমে অংশ নিতে পারবেন না। আত্মপক্ষ সমর্থন করার জন্য তাকে ৯০ দিন সময় দেওয়া হলো।’
গত ২০ আগস্ট ফিফা নারী বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার শিরোপার স্বাদ পায় স্পেন। আনন্দে আত্মহারা হয় সবাই। এই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে পুরস্কার বিতরণী মঞ্চেও। সেখানে স্পেন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালস যেন ছাড়িয়ে যান সবকিছুকে। চ্যাম্পিয়নের মেডেল নিতে মঞ্চে আসা স্প্যানিশ নারী ফুটবলার জেনিফার হারমোসোকে জাপটে ধরে চুমু খান তিনি।
সেই ঘটনার জেরে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে রুবিয়ালসকে। স্পেনের ক্রীড়ামন্ত্রী তাকে ক্ষমা চাইতে বলেন। তার পদত্যাগের দাবিতে মানববন্ধন করেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ দলের ২৩ সদস্যসহ ৮১ ফুটবলার।
চাপের মুখে এক ভিডিও বার্তা দিয়ে ক্ষমা চাইলেও পদত্যাগ করতে নারাজ ছিলেন রুবিয়ালস। পরিস্থিতি ঘোলাটে হওয়ায় শেষ পর্যন্ত তাকে বহিষ্কার করল ফিফা।