কেন লিটনকে ছাড়াই শ্রীলঙ্কা গেলেন সাকিবরা?
এশিয়া কাপ খেলতে ইতোমধ্যেই দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। এই বহরে দেখা যায়নি ওপেনার লিটন দাসকে। তবে কি এশিয়া কাপ খেলতে যাচ্ছেন না লিটন—এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ভক্ত-সমর্থকদের মনে। অবশেষে জানা গেল দলের সঙ্গে লিটনের শ্রীলঙ্কায় না যাওয়ার কারণ।
আজ রোববার (২৭ আগস্ট) কলম্বোর উদ্দেশ্যে দুপুর ১টার ফ্লাইটে দেশ ছেড়েছে ক্রিকেটাররা। তবে, দলের সঙ্গে ছিলেন না ওপেনার লিটন দাস ও পেসার তানজিম হাসান সাকিব। বিসিবি সূত্রে জানা গেছে, মূলত শারীরিক অসুস্থতার কারণে লিটন দলের সঙ্গে যেতে পারেনি।
গুঞ্জন আছে, লিটনের জ্বর এসেছে। ডেঙ্গু পরীক্ষাও করা হয়েছে। ফলাফল নেগেটিভ এসেছে। সবকিছু ঠিকঠাক থাকলেই আগামীকাল দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার। অন্যদিকে, পেসার এবাদত হোসেনের পরিবর্তে দলে সুযোগ পাওয়া আরেক ক্রিকেটার তানজিম সাকিবের টিকেট দেরিতে কাটায় আরও একদিন পর দলের সঙ্গে যোগ দেবেন।
এশিয়া কাপের জন্য ১৭ জনের স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, নাঈম শেখ ও তানজিম হাসান সাকিব।