‘অভদ্র’ মেসি-নেইমারের বিদায়ে স্বস্তিতে পিএসজি সমর্থকরা!
২০১৭ সালে ট্রান্সফার ফি’র রেকর্ড গড়ে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন নেইমার। ২০২১ সালে বার্সা থেকে পিএসজিতে যান লিওনেল মেসি। দুই তারকাকে দলে ভেড়ানোর মূল উদ্দেশ্য ছিল চ্যাম্পিয়ন্স লিগ জেতা। তবে নেইমার ছয় মৌসুমে, মেসি দুই মৌসুমে তা পারেননি। বরং, নানা নময়ে নানা ইস্যুতে হয়ে উঠেছিলেন পিএসজি ভক্তদের চক্ষুশূল। এতটাই যে, দল ছাড়ার পরেও এই দু’জনকে অভদ্র বলেছে পিএসজির কট্টরপন্থী সমর্থক দল পিএসজি আল্ট্রাস।
আজ রোববার (২৭ আগস্ট) গোল ডটকমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ফরাসি লিগ ওয়ানে আজ লেন্সের মুখোমুখি হয় পিএসজি। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ৩-১ ব্যবধানে জয় পায় প্যারিসিয়ানরা। তবে, জয় ছাপিয়ে আলোচনায় সমর্থকদের আনা ব্যানার ও দুয়ো।
সদ্য পিএসজি ছেড়ে আল-হিলালে যোগ দেওয়া নেইমারকে উদ্দেশ্য করে পিএসজির একদল সমর্থক ব্যানার নিয়ে আসে। তাতে লেখা, ‘নেইমার নামক অভদ্রের হাত থেকে অবশেষে মুক্তি মিলল।’
একই কাজ করেছে আরেকদল সমর্থক। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইন্টার মায়ামির স্টেডিয়ামের সামনে একই ব্যানার নিয়ে যায় আল্ট্রাস সদস্যরা। সেই ব্যানারে লেখা, ‘মেসি নামক অভদ্রের হাত থেকে অবশেষে মুক্তি মিলল।’
এর আগে মেসি ও নেইমার পিএসজিতে থাকাকালীন তাদের বাড়িতেও হামলা চালিয়েছিল পিএসজির কট্টরপন্থী এই সমর্থকগোষ্ঠী। মাঠে নেমে অসংখ্যবার দুয়ো শুনতে হয়েছে মেসি-নেইমারকে। তারা দু’জনও বলেছিলেন, পিএসজিতে শান্তিতে ছিলেন না।