ধর্ষণ মামলায় হাজিরা পেছাল লামিচানের, খেলবেন এশিয়া কাপ
আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এবারের এশিয়া কাপ। এশিয়ান শ্রেষ্ঠত্বের আসর মাঠে গড়াবে পাকিস্তান ও নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে। সেই লক্ষ্যে গত ২৩ আগস্ট পাকিস্তান পৌঁছেছিল নেপাল ক্রিকেট দল। কিন্তু, স্কোয়াডে থাকলেও সেদিন দলের সঙ্গে পাকিস্তানে যেতে পারেননি নেপালের স্পিনার সন্দ্বীপ লামিচানে।
১৭ জনের চূড়ান্ত স্কোয়াডে থাকা লামিচানে সেদিন যেতে পারেননি আইনি কারণে। এই ক্রিকেটারের বিরুদ্ধে গত বছরের সেপ্টেম্বর থেকে চলছে একটি ধর্ষণ মামলা। যার হাজিরা দেওয়ার কথা ছিল আজ রোববার (২৭ আগস্ট)। হাজিরা শেষে আদালতের নির্দেশের ওপর ভিত্তি করে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার।
অবশেষে, দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি। লামিচানের আজকের হাজিরা পিছিয়েছে নেপালের আদালত। বার্তাসংস্থা এএফপিকে বিষয়টি জানিয়েছেন লামিচানের আইনজীবী সরোজ ঘিমায়ার।
আজ এএফপিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নেপালের ক্রিকেটার লামিচানের হাজিরা পিছিয়েছে আদালত। এশিয়া কাপ খেলতেও কোনো বাধা রইল না। এটি নিশ্চিত করেছে তার আইনজীবী।
লামিচানের আইনজীবী ঘিমায়ার বলেন, ‘এশিয়া কাপ বিবেচনায় রেখে তার হাজিরা পিছিয়েছেন বিজ্ঞ আদালত। তিনি এখন পাকিস্তানে যেতে পারবেন। এশিয়া কাপ খেলতে তার আর কোনো বাধা নেই। লামিচানের পরবর্তী হাজিরার দিন আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত পেছানো হয়েছে।’