এশিয়া কাপ শুরুর আগে দুঃসংবাদ ভারত শিবিরে
আগামীকাল বুধবার (৩০ আগস্ট) থেকে শুরু হবে এশিয়া কাপ। আসরের অন্যতম ফেভারিট ভারত। আসর শুরুর একদিন আগে দুঃসংবাদ দিলেন কোচ রাহুল দ্রাবিড়। চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় প্রথম দুই ম্যাচ মিস করবেন লোকেশ রাহুল।
ব্যাটিং নির্ভর ভারতীয় দলের অন্যতম ভরসা উইকেটরক্ষক ব্যাটার রাহুল। এশিয়া কাপের স্কোয়াডে থাকলেও ঊরুর চোটের কারণে প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না তিনি। এশিয়া কাপে অংশ নিতে দেশ ছাড়ার আগে আজ মঙ্গলবার (২৯ আগস্ট) সংবাদ সম্মেলনে রাহুলের বিষয়টি নিশ্চিত করেন কোচ দ্রাবিড়।
আজ ইএসপিএনক্রিকইনফোতে প্রকাশিত প্রতিবেদন অনুসারে দ্রাবিড় বলেন, ‘চোট থেকে সেরে উঠতে রাহুল বেশ পরিশ্রম করেছে। দলের সঙ্গে এই সপ্তাহে ভালোভাবে অনুশীলন করেছে সে। তবে, এখনও খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত নয় সে। পাকিস্তান ও নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের দুটো ম্যাচে আমরা তাকে পাচ্ছি না।’
আগামী ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের মিশন। গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচ নেপালের বিপক্ষে ৪ সেপ্টেম্বর।