যেভাবে দেখবেন এশিয়া কাপের লড়াই
সব অপেক্ষার পালা শেষ হচ্ছে। মাঠে গড়াচ্ছে এশিয়া কাপের ১৬তম আসর। আজ বুধবার (৩০ আগস্ট) পাকিস্তান ও নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশীয় শ্রেষ্ঠাত্বের আসর। ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে ৩টায়। ছয় দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ১৭ সেপ্টেম্বর মেগা ফাইনালের মধ্য দিয়ে।
এশিয়া কাপে বাংলাদেশের মিশন শুরু আগামীকাল বৃহস্পতিবার থেকে। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি নিয়ে স্বাভাবিকভাবে ভক্তদের আগ্রহ তুমুল।
এশিয়া কাপের এই ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টিভি চ্যানেল গাজী টিভি এবং টি-স্পোর্টস। এ ছাড়াও দেখা যাবে ভারতের স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ এইচডি এর পর্দায়।
বাংলাদেশি ভক্তরা চাইলে খেলাগুলো দেখতে পারবেন অনলাইনেও। মোট তিনটি অ্যাপে দেখা যাবে ম্যাচগুলো। বরাবরের মতো দেখাবে র্যাবিটহোল বিডি। আর সাথে থাকছে টফি ও মাইজিপি অ্যাপে। আর সাবস্ক্রিপশনের ভিত্তিতে ভারতের ডিজনি+হটস্টারেও দেখা যাবে এশীয় শ্রেষ্ঠাত্বের লড়াই।
টুর্নামেন্টে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে পাকিস্তানের মাটিতে চারটি ও শ্রীলঙ্কার মাটিতে হবে নয়টি ম্যাচ। গ্রুপ পর্বের ছয়টি ম্যাচের মধ্যে তিনটি ও সুপার ফোরের একটি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান।
এশিয়া কাপে ‘এ’ গ্রুপে পাকিস্তানের সঙ্গে থাকছে ভারত ও নেপাল। ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান ও বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করবে। সুপার ফোরের শীর্ষ দু’টি দল ফাইনাল খেলবে।