এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান
নানা নাটকীয়তা শেষে অবশেষে মাঠে গড়ালো এশিয়া কাপের ১৬তম আসর। উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছে আয়োজক পাকিস্তান ও প্রথমবারের মতো অংশ নেওয়া নেপাল। হাইব্রিড ফরম্যাটের এশিয়া কাপের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
আজ বুধবার (৩০ আগস্ট) পাকিস্তানের মুলতান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ম্যাচের আগের দিনই নিজেদের একাদশ জানিয়ে দিয়েছিল পাকিস্তান। ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা পাকিস্তান এশিয়া কাপ জিতে শ্রেষ্ঠত্বের জানান দিতে মরিয়া।
পাকিস্তান একাদশ : ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ।
নেপাল একাদশ : কুশল বুরতেল, আসিফ শেখ, রোহিত পাওডেল, আরিফ শেখ, কুশল ভুরটেল, দিপেন্দ্র সিংহ আইরে, গুলশান ঝা, সোমপাল কামি, কারান কেসি, সন্দীপ লামিচানে ও ললিত রাজবানশি।