ভিনিসিউসের বদলে ব্রাজিল দলে রাফিনহা
আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ-২০২৬ এর লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব। সেপ্টেম্বরে মাঝামাঝি বাছাইপর্বের মোট দুটি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। এর আগে মোটামুটি নিশ্চিত ছিল চোটের কারণে দলের অন্যতম তারকা ভিনিসিউস জুনিয়রকে পাবে না ব্রাজিল। এবার পুরোপুরি নিশ্চিত করল ভিনিসিউসের ক্লাব রিয়াল মাদ্রিদের চিকিৎসকরা।
চোটের কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। ভিনিসিউসের জায়গায় দলে ঢুকলেন বার্সেলোনার ফুটবলার রাফিনহা। গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)।
নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে সিবিএফ জানায়, চোটের কারণে বিশ্বকাপ বাছাইপর্বের দল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন ভিনিসিউস। তার জায়গায় বার্সেলোনার স্ট্রাইকার রাফিনহাকে দলে নেওয়া হয়েছে।
আগামী সেপ্টেম্বরে কনকাকাফ অঞ্চলের বাছাইপর্ব শুরু হবে। বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের মিশন। দ্বিতীয় ম্যাচ পেরুর বিপক্ষে।