বাংলাদেশ কখনও তারকা তৈরি করতে পারেনি : অশ্বিন
এশিয়া কাপ আজ বুধবার (৩০ আগস্ট) থেকে শুরু হয়েছে। এশিয়ার শ্রেষ্ঠত্বের এই আসরটি নিয়ে বিভিন্ন জন করছেন বিভিন্ন বিশ্লেষণ। বাদ যাননি ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও। মঙ্গলবার (২৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে এশিয়া কাপ নিয়ে পর্যালোচনা করেন অশ্বিন। সেখানে বাংলাদেশকে নিয়ে তিনি বলেন, ‘সাকিব ছাড়া বাংলাদেশ কখনও তারকা তৈরি করতে পারেনি’।
বাংলাদেশ দলকে নিয়ে অশ্বিন বলেন, ‘বেশ কিছু কারণে বাংলাদেশ দল কখনও তারকা ব্যাটার কিংবা বোলার তৈরি করতে পারেনি। তাদের তারকা ক্রিকেটার হচ্ছে সাকিব আল হাসান। সে আবার অধিনায়ক হিসেবে ফিরে এসেছে। ব্যাট ও বল হাতে অবদান রাখছে। কিন্তু বড় পরিসরে বাংলাদেশ সেভাবে দীর্ঘ সময়ের জন্য তারকা পায়নি।’
এ ছাড়া, বাংলাদেশকে কন্ডিশনভিত্তিক দল আখ্যা দিয়ে অশ্বিন বলেন, ‘মিরপুরে বাংলাদেশ দুর্দান্ত। একেবারে অন্যরকম এক দল। কিন্তু, দেশের বাইরে তাদের অবস্থা ভিন্ন। বেশিরভাগ সময়ই বিপর্যস্ত দেখা যায়। তবে, সম্প্রতি বাংলাদেশ ভালো করছে।’
অবশ্য, এবারের এশিয়া কাপে তাসকিন আহমেদ ও তাওহিদ হৃদয় বড় ভূমিকা রাখেতে পারে বলে মনে করেন অশ্বিন। এশিয়া কাপে ভালো করতে পারলে হৃদয় বাংলাদেশের ব্যাটিংয়ে ভবিষ্যতের তারকা হতে পারেন বলে নিজের পর্যালোচনায় জানান অশ্বিন।