বাংলাদেশে দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে নিউজিল্যান্ড
বিশ্বকাপের আগ মুহূর্তে ঘরের মাঠে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। দুদলের জন্যই বিশ্বকাপের আগে সেটি শেষ সিরিজ। কিন্তু নিউজিল্যান্ড এই সিরিজে তাদের মূল দল পাঠাচ্ছে না। বাংলাদেশ সফরে দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে কিউইরা।
আজ শনিবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। যেখানে অধিনায়ক কেইন উইলিয়ামসনসহ নেই একাদিক মূল তারকা ক্রিকেটার। এই সফরে কিউইদের নেতৃত্ব দেবেন লকি ফার্গুসন। এটাই তার প্রথম নেতৃত্ব দেওয়া হবে।
দলে নেই টিম সাউদি, টম ল্যাথাম, মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, ম্যাট হেনরি, গ্লেন ফিলিপস, টিম সাইফার্টদের মতো মূল তারকারা। তাদের সবাইকেই বিশ্রাম দেওয়া হয়েছে। আর চোট থেকে এখনও পুরোপুরি সেরে না ওঠায় নেই উইলিয়ামসন।
এ ছাড়া দলে নেই মার্ক চ্যাপম্যান ও অলরাউন্ডার জিমি নিশামও। তারা ছুটি নিয়েছেন পারিবারিক কারণে। কারণ দুজনেই বাবা হতে চলেছেন।
এশিয়া কাপের পরপরই বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সূচি অনুযায়ী আগামী ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে কিউইরা। এরপর তিন দিন অনুশীলন শেষে শুরু হবে ওয়ানডে সিরিজ। ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।
বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের ওয়ানডে দল : লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, চ্যাড বোজ, উইল ইয়াং, টম ব্লান্ডেল, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, রাচিন রবিন্দ্র, কোল ম্যাকনকি, ডেন ক্লিভার, কাইল জেমিসন, অ্যাডাম মিল্নে, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও ট্রেন্ট বোল্ট।