বৃষ্টি আইনে যে লক্ষ্য পেতে পারে পাকিস্তান
ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে আগেই শঙ্কা ছিল বৃষ্টির। সেই শঙ্কাই হলো সত্যি। ভারতের ইনিংসে দুই দফায় বৃষ্টির পর এবার পাকিস্তান দল ব্যাটিংয়ে নামার আগে ফের বৃষ্টি শুরু হয়েছে। যার ফলে আপাতত বন্ধ রয়েছে খেলা। তবে বৃষ্টি থামলে ডিএল মেথডে কত হতে পারে পাকিস্তানের লক্ষ্য, এবার তা জানা গেছে।
আজ শনিবার (২ সেপ্টেম্বর) টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সব উইকেট হারিয়ে পান্ডিয়া ও কিশানের ফিফটিতে স্কোরবোর্ডে ২৬৬ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত। জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ২৬৭ রান। তবে বৃষ্টির জন্য এখনও দ্বিতীয় ইনিংসের ব্যাটিংই শুরু করতে পারেনি বাবর আজমের দল।
এরইমধ্যে ভারতের ইনিংস শেষ হওয়ার পর ঘন্টাখানেক সময় পার হলেও এখনও থামেনি বৃষ্টি। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর মতে, যদি ৪৫ ওভারে খেলা হয়, তাহলে পাকিস্তানের নতুন লক্ষ্য হবে ২৫৪ রান। ৪০ ওভারে হলে ২৩৯ রান। ৩০ ওভারে হলে ২০৩ রান। আর ২০ ওভারে হলে ১৫৫ রান। নিয়ম অনুযায়ী ম্যাচের ফলাফল নির্ধারণে অন্তত ২০ ওভার ব্যাটিং করতে হবে পাকিস্তানকে।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই আজ শুরু হয়েছ ভারতের এশিয়া কাপ মিশন। অন্যদিকে, আসরের প্রথম ম্যাচে গত ৩০ আগস্ট নেপালের বিপক্ষে ২৩৮ রানের বিশাল জয়ে শুভসূচনা করে পাকিস্তান। পুরো দলই আছে দারুণ ছন্দে। নেপাল ম্যাচে জয়কে ভারত মহারণের আগে ভালো প্রস্তুতি হিসেবে দেখেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এবার মাঠে তার প্রতিফলন কতটা দেখাতে পারেন সেটাই দেখার।