পাকিস্তানি পেসারদের নিয়ে আফ্রিদির মুগ্ধতা
ভারত-পাকিস্তান মহারণ ভেস্তে গেছে বৃষ্টিতে। ভারত পুরোটা সময় ব্যাটিং করলেও শনিবার (২ সেপ্টেম্বর) পাকিস্তান ব্যাট করতে পারেনি একটি বলও। এতে অবশ্য পাকিস্তানের সমস্যা হয়নি। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট করে পেয়েছে দুই দল। তাতে, দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে নিশ্চিত হয়েছে পাকিস্তানের সুপার ফোর।
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ৪৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৬৬ রান তোলে ভারত। পাকিস্তানি পেসারদের দাপটে একটা সময় মনে হচ্ছিল এই রান তোলাও মুশকিল হবে ভারতের জন্য। ম্যাচে ভারতের ১০ উইকেটের সবগুলোই নেন তিন পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহ।
ম্যাচে রোহিত শর্মা ও বিরাট কোহলির উইকেটসহ চার উইকেট শিকার করেন আফ্রিদি। রউফ ও নাসিম দুজনেই নেন তিনটি করে উইকেট। ম্যাচে ফল না এলেও পাকিস্তানি তিন পেসারের পারফরম্যান্সে মুগ্ধ সবাই। তাদের প্রশংসায় ভাসিয়েছেন সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিও।
ভারতের ইনিংস শেষে নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আফ্রিদি লিখেছেন, ‘পাকিস্তানি পেসারদের দুর্দান্ত শুরু। শুরুতেই উইকেট নিয়ে দলকে ভালো একটা অবস্থানে নিয়ে এসেছে ওরা। ভারতকে ২৬৬ রানে বেঁধে ফেলতে পেরেছে। ঈষাণ কিশান ও হার্দিক পান্ডিয়াকে সাধুবাদ, যেভাবে তারা আমাদের পেসারদের সামলেছে।’
পাকিস্তানের পেস আক্রমণ বরাবরই দুরন্ত। শোয়েব আকতার, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুসদের সেই ধারাবাহিকতা ধরে রেখেছে বর্তমান প্রজন্ম।