আজ বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দেখবেন যেভাবে
এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে আজকের ম্যাচের আগে বাংলাদেশ থাকতে পারত ফুরফুরে। কিন্তু, শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হার বদলে দিয়েছে দৃশ্যপট। আফগানদের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ আজ রোববার (৩ সেপ্টেম্বর) মুখোমুখি হবে বাংলাদেশ। আসরে টিকে থাকার দৌড়ে সাকিব আল হাসানদের বাঁচা-মরার লড়াই এটি।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচকে ঘিরে দর্শকের উৎকণ্ঠা ও কৌতূহল দুটোই সমান্তরাল। তেমনি অনেকের জিজ্ঞাসা কোথায় ও কীভাবে দেখা যাবে বাংলাদেশের খেলা?
বাংলাদেশের ম্যাচসহ এশিয়া কাপের এই ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টিভি চ্যানেল গাজী টিভি ও টি-স্পোর্টস। এ ছাড়া দেখা যাবে ভারতের স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস ওয়ান এইচডির পর্দায়।
বাংলাদেশি ভক্তরা চাইলে খেলাগুলো দেখতে পারবেন অনলাইনেও। মোট তিনটি অ্যাপে দেখা যাবে ম্যাচগুলো। বরাবরের মতো সরাসরি দেখাবে র্যাবিটহোল বিডি। এর সঙ্গে থাকছে টফি ও মাইজিপি অ্যাপ। সাবস্ক্রিপশনের ভিত্তিতে ভারতের ডিজনি+হটস্টারেও দেখা যাবে এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই।
ছয় দলের টুর্নামেন্টে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। বাংলাদেশ ছাড়া বাকি দুই দল শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আসরে টিকে থাকতে হলে বাংলাদেশের আজ জয়ের বিকল্প নেই।