বাঁচা-মরার ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে আজকের ম্যাচের আগে বাংলাদেশ থাকতে পারত ফুরফুরে মেজাজে। কিন্তু, শ্রীলঙ্কার কাছে বাজে ভাবে হার বদলে দিয়েছে দৃশ্যপট। প্রাপ্তির সঙ্গে প্রত্যাশার মেলবন্ধন ঘটেনি প্রথম ম্যাচে। আফগানদের বিপক্ষে ম্যাচ তাই বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই। এমন ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ।
আফগানদের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ রোববার (৩ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি বাংলাদেশ।
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং— শ্রীলঙ্কার বিপক্ষে তিন বিভাগেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন সাকিব আল হাসানরা। ওপেনিং হয়েছে পুরোপুরি ব্যর্থ। এক নাজমুল হোসেন শান্ত ছাড়া ব্যাট হাতে বাকিরা কেউই হাল ধরতে পারেননি। অল্প পুঁজিতে লড়াইয়ের রসদ পাননি বোলাররাও। আজকের ম্যাচে সেসব কাটিয়ে উঠতে হবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শনিবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘আমাদের সব মনযোগ এখন এই ম্যাচের (আফগান ম্যাচ) দিকে। ম্যাচটি অবশ্যই জিততে হবে। দুর্ভাগ্যবশত প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। খেলোয়াড়রা নিজেদের মেলে ধরতে পারেনি। তবে, আশা রাখছি আফগানিস্তানের সঙ্গে নিজেদের সেরাটা দিয়ে খেলবে সবাই।’
সাম্প্রতিক ফর্ম বিবেচনায় বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকলেও সাকিবের দলকে সমীহ করছেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদী। তিনি বলেন, ‘আমরা আগের চেয়ে ভালো দল। গত দুই বছর ধরে একসঙ্গে খেলছি। অতীতে আমরা যা করেছি, তার চেয়ে আমাদের পারফরম্যান্স ভালো হবে। এর মানে আপনি বলতে পারবেন না যে বাংলাদেশ ভালো দল নয়। যে দল দিনশেষে ইতিবাচক ক্রিকেট খেলতে পারবে, তারাই জয়ী হবে।’
বাংলাদেশের একাদশ: নাঈম শেখ, আফিফ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, শামীম হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।