বাদ তামিম, বাংলাদেশ একাদশে তিন পরিবর্তন
গত ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় তানজিদ তামিমের। কিন্তু প্রথম ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। বড় মঞ্চে নিজের প্রথম ম্যাচে ফিরেছেন শূন্য হাতে। তাই এক ম্যাচ খেলেই একাদশ থেকে ছিটকে গেলেন ২২ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার।
এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে আজ রোববার (৩ সেপ্টেম্বর) বাঁচা-মরার ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে পুরো দলই ব্যর্থ হয়েছিল। ওপেনিং হয়েছে পুরোপুরি ব্যর্থ। এক নাজমুল হোসেন শান্ত ছাড়া ব্যাট হাতে বাকিরা কেউই হাল ধরতে পারেননি। অল্প পুঁজিতে লড়াইয়ের রসদ পাননি বোলাররাও।
প্রথম ম্যাচের ব্যর্থতায় দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশের একাদশে এসেছে তিনটি পরিবর্তন। তানজিদ তামিম, শেখ মেহেদী ও মুস্তাফিজুর রহমানের পরিবর্তে একাদশে এসেছেন আফিফ হোসেন, শামীম হোসেন ও হাসান মাহমুদ।
একাদশে পরিবর্তনের ইঙ্গিত আগেই দিয়ে রেখেছিলেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গতকাল (২ সেপ্টেম্বর) একাদশ প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘সত্যি বলতে আমি এখনও উইকেট দেখিনি। উইকেট দেখার পর যদি মনে হয় পিচ কন্ডিশন ভিন্ন, আমরা তখন একাদশে পরিবর্তনের বিষয়ে ভাবব। এখনও যেহেতু উইকেট দেখিনি, তাই কিছু বলতে পারছি না।’
উইকেটে দেখে অবশেষে পরিস্থিতি অনুযায়ী তিনটি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ ম্যাচে জয়ের যে কোনো বিকল্প নেই। কারণ আজ হারলেই এশিয়া কাপ থেকে বিদায় নিতে হবে বাংলাদেশকে। জিতলে টিকে থাকবে সুপার ফোরের আশা।
বাংলাদেশের একাদশ: নাঈম শেখ, আফিফ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, শামীম হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।