শাহীন আফ্রিদিকে নিয়ে ভাবছেন না মিরাজ
শ্রীলঙ্কার বিপক্ষে হতাশার শুরুর পরও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। বাঁচা-মরার ম্যাচে জিতেছে তো বটেই নিশ্চিত করেছে সুপার ফোর। এই জয়ে বড় ভূমিকা মেহেদী হাসান মিরাজের। ওপেন করতে নেমে মিরাজ দিয়েছেন সাহসের প্রমাণ। তুলে নিয়েছেন সেঞ্চুরি। হয়েছেন জয়ের নায়ক।
ম্যাচ শেষে অনুমিতভাবেই সংবাদ সম্মেলনে হাজির মেহেদী হাসান মিরাজ। জানান, পরবর্তী ম্যাচে নিজেদের ভাবনা নিয়ে। সুপার ফোরে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ হবে পাকিস্তান। তাই সামনের পরীক্ষাটা আরও কঠিন। কারণ, দুদিন আগে শাহীন শাহ আফ্রিদির কাছে রীতিমতো অসহায় হয়ে পড়েন রোহিত-কোহলিরাও।
তবে বাংলাদেশি অলরাউন্ডার জানালেন, সেসব নিয়ে চিন্তিত নন তিনি। মাঠে শুধু নিজের সেরাটাই দিয়ে যেতে চান মিরাজ, ‘আমি নির্দিষ্ট কোনো বোলারকে নিয়ে চিন্তিত নই। আমি শুধু ভালো খেলতে চাই। এটা আমার জন্য দারুণ একটি সুযোগ যদি পরবর্তী ম্যাচেও আমাকে ওপেনিংয়ে খেলানো হয়।’
মিরাজ আরও বলেন, ‘আমি যদি সেখানে ভালো করতে পারি তাহলে টপ অর্ডারে সব সময় খেলার সুযোগ পাব। সব সময় হয়তো ওপেনিংয়ে খেলব না। তবে টপ অর্ডারে সুযোগ পাব। টিম ম্যানেজমেন্ট যদি আমাকে টপ অর্ডারে সুযোগ দেয় তাহলে এটা আমার জন্য ভালো হবে।’
ওপেনিংয়ে সুযোগ দেওয়ার জন্য টিম ম্যানেজম্যান্ট ও অধিনায়ক সাকিব আল হাসানকেও কৃতিত্ব দিতে ভুলেননি মিরাজ, ‘অবশ্যই কৃতিত্ব টিম ম্যানেজমেন্ট এবং অধিনায়কের। আগের রাতে তারা আমাকে জানায়, আমাকে ওপেন করতে হবে। আমি তাদের কথায় রাজি হয়ে যাই কারণ শেষ এশিয়া কাপের ফাইনালে আমি ওপেন করেছি। তাই আমি আত্মবিশ্বাসী।’