সুপার ফোরের লক্ষ্যে টস জিতে বোলিংয়ে ভারত
এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আজ সোমবার (৪ সেপ্টেম্বর) নেপালের মুখোমুখি হয়েছে ভারত। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। আজ তাই জিততে হবে ভারতকে। এমন ম্যাচে নেপালের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। চলতি আসরে শ্রীলঙ্কায় বৃষ্টি যেন প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে দলগুলোর। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ভারতের ব্যাটিংয়ের পর বৃষ্টি আঘাত হানে। ফলে, মাঠে গড়ায়নি পরের ইনিংস।
আজকের ম্যাচে ভারতের সামনে জয়ের বিকল্প নেই। কারণ, দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ইতোমধ্যে সুপার ফোর নিশ্চিত হয়েছে পাকিস্তানের। বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় ভারতের পয়েন্ট এক। আজ নেপাল জিতলে ভারতকে টপকে দুই পয়েন্ট নিয়ে সুপার ফোরে যাবে তারা। তাই, ভারতকে জিততেই হবে।
অন্যদিকে, বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলেও ভারতের জন্য চিন্তার কিছু নেই। তখন সমান এক পয়েন্ট করে ভাগাভাগি হবে। তাতে, মোট দুই পয়েন্ট নিয়ে সুপার ফোর নিশ্চিত হবে রোহিত শর্মার দলের।
ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ইষাণ কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, সিরাজ।
নেপাল একাদশ : রোহিত পাওডেল (অধিনায়ক) কুশাল, আসিফ, সম্পাল, গুলশান ঝা, ভিম, দীপেন্দ্র, মাল্লা, লামিচানে, করণ, ললিত।